
কলকাতা: জামিন কি বহাল থাকবে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার? নাকি রাজ্যের মন্ত্রীকে হেফাজতে পাবে ইডি? আজ(শনিবার) বিশেষ ইডি আদালতে রয়েছে শুনানি। তার আগে রাজ্যের কারামন্ত্রীর বিরুদ্ধে আরও এক অভিযোগ ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, স্ত্রীর নামে নির্মাণ ব্যবসা খুলে নিজেই নিয়ন্ত্রণ করতেন চন্দ্রনাথ। নির্মাণ ব্যবসার নামে সন্দেহজনক লেনদেনের হদিশ পেয়েছে ইডি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য, বিকে কনস্ট্রাকশন নামে একটি সংস্থার অর্ধেক পার্টনার মন্ত্রীর স্ত্রী। এই সংস্থার অপর অংশীদারের দাবি, কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই সংস্থার। কোনও ব্যবসা করেনি। এই সংস্থার নামে ৫ ডেসিমেল জমি ৭ লক্ষ টাকায় কেনা হয়েছে বলে হিসেব দেখানো হয়েছে। আবার সেই ৭ লক্ষ টাকা বিকে কনস্ট্রাকশন সংস্থায় বিনিয়োগ করা হয়েছে বলে হিসেবে দেখিয়েছেন মন্ত্রীর স্ত্রী।
আবার কেবিপি রিয়েলটি নামে একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে একটি ৬ তলা আবাসন গড়েন মন্ত্রীর স্ত্রী। সেই আবাসন বেচে ২ কোটি ৭২ লক্ষ টাকা লাভ করেছেন বলে মন্ত্রীর স্ত্রী জানিয়েছেন। এছাড়াও ইলামবাজারে আট হাজার বর্গফুট জায়গা মলের জন্য ভাড়া দিয়েছেন চন্দ্রনাথের স্ত্রী। ইডির দাবি, স্ত্রীর নামে এই নির্মাণ ব্যবসাগুলি দেখানো হলেও তা আদতে নিজেই সামলাতেন মন্ত্রী। এইসব আবাসন প্রকল্পে বিনিয়োগ ও জমি কেনার টাকার সঙ্গে দুর্নীতির যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর গত বছরের মার্চে বোলপুরে চন্দ্রনাথের বাসভবনে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। নগদ ৪১ লক্ষ বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে চার্জশিটও জমা দিয়েছে। গত ৬ সেপ্টেম্বর বিশেষ ইডি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কারামন্ত্রী তথা বোলপুরের তৃণমূল এই বিধায়ক। ইডিকে তিনি জানিয়েছেন, তাঁর আয়ের মূল উৎস কৃষিকাজ। মন্ত্রীর বয়ান খতিয়ে দেখতে গতকাল বীরভূমের পাইকরে কৃষি বিভাগের সহ-অধিকর্তার দফতরে পৌঁছে যান ইডি আধিকারিকরা। সেখান থেকে একাধিক নথি তাঁরা সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে আজ (২০ সেপ্টেম্বর) কারামন্ত্রীর জামিন বহাল থাকবে কি না, তা নিয়ে শুনানি রয়েছে। এখন দেখার, মন্ত্রীর জামিন বহাল থাকে নাকি তাঁকে হেফাজতে পায় ইডি।