Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chandrima Bhattacherjee: ট্রামে চড়ে রাস্তায় লিফলেট বিলি মন্ত্রী চন্দ্রিমার, কী বার্তা TMC-র?

TMC Chandrima Bhattacherjee: শনিবারের বারবেলায় মমতা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচারে নামতে চলেছে রাজ্যের মহিলা নেতৃত্বের গুরুত্বপূর্ণ মুখেরা। ঘাসফুল শিবির সূত্রে খবর, এ দিন, বেলা দুটোর সময় ধর্মতলা ট্রাম ডিপো থেকে দু'টি ট্রামে চেপে রওনা হবেন তৃণমূলের মহিলা নেতৃত্ব।

Chandrima Bhattacherjee: ট্রামে চড়ে রাস্তায় লিফলেট বিলি মন্ত্রী চন্দ্রিমার, কী বার্তা TMC-র?
মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2023 | 4:24 PM

কলকাতা: দলের তাবড়-তাবড় নেতা মন্ত্রীরা জেলে। ফলত, আসন্ন লোকসভা নির্বাচনে খানিকটা হলেও ব্যাকফুটে তৃণমূল। তবে কিছুতেই জমি ছাড়তে নারাজ এ রাজ্যের শাসক শিবির। ভোট আসার আগেই রীতিমতো মাঠে-ময়দানে নেমে জোর কদমে প্রচার শুরু করেছে তারা। তৃণমূল সূত্রে খবর, শনিবার ট্রামে চড়ে কলকাতার রাস্তায় লিফলেট বিলি করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

শনিবারের বারবেলায় মমতা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচারে নামতে চলেছে রাজ্যের মহিলা নেতৃত্বের গুরুত্বপূর্ণ মুখেরা। ঘাসফুল শিবির সূত্রে খবর, এ দিন, বেলা দুটোর সময় ধর্মতলা ট্রাম ডিপো থেকে দু’টি ট্রামে চেপে রওনা হবেন তৃণমূলের মহিলা নেতৃত্ব। ধর্মতলা থেকে ট্রাম যাবে শোভাবাজার। সেখানে বিভিন্ন জায়গায় লিফলেট বিলি করেন চন্দ্রিমা সহ অন্যান্য নেতৃত্ব। এরপর উত্তর কলকাতার বিভিন্ন প্রান্ত ঘুরে ট্রাম সন্ধ্যেয় পৌঁছবে গড়িয়াহাটে।

রাজনৈতিক মহলের মতে, এই প্রচারে শুধু অভিনবত্ব রয়েছে তা নয়, বরং লোকসভা ভোটের আগে মহিলা ব্রিগেড যে রাস্তায় নামছে এই কর্মসূচি চাক প্রমাণ। বিভিন্ন দুর্নীতির অভিযোগে সরকারকে যখন কোণঠাসা করতে চাইছে বিরোধীরা । তখন মমতা সরকারের জনমুখী প্রকল্পের প্রচার তাৎপর্যপূর্ণ।