Sujit Basu: ‘খুব দুঃখ পেয়েছি ওইদিন’, হঠাৎ কেন আবেগপ্রবণ সুজিত?
Sujit Basu: আজ নেতাজীর জন্মদিন। সেই উপলক্ষে একটি কর্মসূচিতে যোগ দেন সুজিত। উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়ও। সেই মঞ্চে দাঁড়িয়ে এজেন্সির বিরুদ্ধে মুখ খোলেন মন্ত্রী। তাঁর অভিযোগ, ১২ তারিখ যেহেতু স্বামীজীর জন্মদিন সেই কারণে একাধিক জায়গায় অনুষ্ঠানে যোগ দিতে হয় তাঁকে। ওই দিন তল্লাশি করতে না আসাই উচিৎ ছিল গোয়েন্দাদের বলে মনে করেন মন্ত্রী।

কলকাতা: পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে গত ১২ জানুয়ারি দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। তাঁর লেকটাউনের বাড়ি থেকে শ্রীভূমি ক্লাব, অভিযানে যান গোয়েন্দা আধিকারিকরা। কেন্দ্রীয় এজেন্সির হানা নিয়ে মঙ্গলবার মুখ খোলেন দমকল মন্ত্রী। স্বামীজীর জন্মদিনের দিন এই তল্লাশি নিয়ে কার্যত দুঃখ পেয়েছেন মন্ত্রী। সে কথা জানালেন তিনি।
আজ নেতাজীর জন্মদিন। সেই উপলক্ষে একটি কর্মসূচিতে যোগ দেন সুজিত। উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়ও। সেই মঞ্চে দাঁড়িয়ে এজেন্সির বিরুদ্ধে মুখ খোলেন মন্ত্রী। তাঁর অভিযোগ, ১২ তারিখ যেহেতু স্বামীজীর জন্মদিন সেই কারণে একাধিক জায়গায় অনুষ্ঠানে যোগ দিতে হয় তাঁকে। ওই দিন তল্লাশি করতে না আসাই উচিৎ ছিল গোয়েন্দাদের বলে মনে করেন মন্ত্রী। সুজিত বলেন, “১২টা শিডিউল অনুষ্ঠান ছিল। মূর্তি উন্মোচনের অনুষ্ঠান ছিল। সব বাতিল করতে হয়েছে।” তাঁর সময় নষ্ট হয়েছে বলেও জানান মন্ত্রী। বলেন, “আমার ১৪ ঘণ্টা সময় নষ্ট করেছে।” সুজিত এও বলেছেন, “ওই দিন আমি দুঃখ পেয়েছিলাম। আমি বলেছিলাম এই জন্মদিনটা যেহেতু আমাদের কাছে খুব আবেগের তাই অন্যদিন আসতে।” রাজ্যের মন্ত্রীর কথায়, ইডি যদি অন্যদিন আসত তাহলে তদন্তে আরও বেশি সাহায্য করতেন তিনি।
উল্লেখ্য, পুরনিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার নাম রয়েছে। এই পুরসভায় এক সময় ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। সূত্রের খবর, সুজিত বসু এই পদে থাকাকালীন নিয়োগক্ষেত্রে কোনও দুর্নীতি হয়েছে কি না বা এই সংক্রান্ত বিষয়ে তিনি কিছু জানেন কি না সেটাই জানতে চায় ইডি। ১২ জানুয়ারি মন্ত্রীর বাড়িতে প্রিন্টার, স্ক্যানারও নিয়ে আসা হয়। ঘটনার দিন সকাল থেকে এলাকা ঘিরে ফেলেন গোয়েন্দারা। চালানো হয় তল্লাশি।





