
কলকাতা: ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। এবার ডেপুটি মেয়র তথা কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ সদস্য (স্বাস্থ্য) অতীন ঘোষের ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত এক নাবালিকার মৃত্যু হল। মৃত নাবালিকার নাম আদৃশা পোদ্দার(৭)। মঙ্গলবার রাতে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি মাল্টিস্পেশালিটি হাসপাতালে তার মৃত্যু হয়।
আদৃশার বাড়ি কলকাতা পৌরনিগমের ১১ নম্বর ওয়ার্ডের বড়তলায়। ওই ওয়ার্ডের কাউন্সিলর অতীন ঘোষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৫ অক্টোবর থেকে জ্বরে ভুগছিল আদৃশা। ২৮ অক্টোবর তাকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে তার শরীরের ভিতরে আভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং অন্যান্য সমস্যা দেখা দেয়। এরপরই তাকে ইএম বাইপাসের ধারে ওই মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মঙ্গলবার রাতে মৃত্যু হয় তার।
আদৃশা ডেঙ্গি আক্রান্ত হয়েছিল বলে হাসপাতালের তরফে জানা গিয়েছে। তাঁর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত হয়ে নাবালিকার মৃত্যুতে ডেপুটি মেয়র অতীন ঘোষের এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে কলকাতা পৌরনিগমের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ওই নাবালিকার যাবতীয় শারীরিক পরীক্ষার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। পৌরনিগমের সব ওয়ার্ডে বছরভর ডেঙ্গি নিয়ে সচেতনা প্রচার চালানো হয় বলে পৌরনিগম জানিয়েছে।
কলকাতা ও তার আশপাশে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু ঘিরে উদ্বেগ বাড়ছে। কয়েকদিন আগেই রাজপুর-সোনারপুরে ডেঙ্গি আক্রান্ত হয়ে একই পরিবারের ২ জনের মৃত্যু হয়। রেনিয়া ক্ষুদিরাম সরণীর বাসিন্দা বিপ্লব সর্দার ও বন্দনা সরকারের মৃত্যু হয়। বন্দনা সরকারের স্বামী ও তাঁর মেয়েও ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন। কিছুদিন আগে বিধাননগরে ডেঙ্গি আক্রান্ত হয়ে রূপসী জানা নামে এক কিশোরীর মৃত্যু হয়। তার দিদিমাও ডেঙ্গি আক্রান্ত হয়েছিল।