Firing in Gulshan Colony: ভরসন্ধ্যায় দুষ্কৃতীদের দাপট গুলশান কলোনিতে, পরপর চলল গুলি

Tension in Kolkata: খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আনন্দপুর থানার বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকায় ঘিরে ফেলা হয়েছে। একজনকে মারধর করে মুখ ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ। যে আক্রান্ত হয়েছে সে মুখে সাজিদের নাম বলছে। এই সাজিদ ফিরোজ সব এক গোষ্ঠী বলে অভিযোগ।

Firing in Gulshan Colony: ভরসন্ধ্যায় দুষ্কৃতীদের দাপট গুলশান কলোনিতে, পরপর চলল গুলি
সামনে এসেছে সিসিটিভি ফুটেজ Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 11, 2025 | 11:11 PM

কলকাতা: ভরসন্ধ্যায় ফের দুষ্কৃতীদের দাপট গুলশান কলোনিতে। ফের উত্তপ্ত গুলশন কলোনি। গুলি চলার অভিযোগ। মিনি ফিরোজ এবং তার দল বলের বিরুদ্ধে অভিযোগ। পিছনে কি শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব? নাকি সিন্ডিকেটের লড়াই? প্রশ্ন ঘুরছে। তবে দু’পক্ষই তৃণমূলের, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি বিরোধীদের।  পরপর বেশ কয়েক রকম গুলি চলেছে বলে অভিযোগ। সিসিটিভিতে সেই ছবি ধরা পড়েছে। পুলিশে পুলিশে ছয়লাপ গোটা এলাকা। 

এলাকা সূত্রে খবর, গুলশান কলোনির অটো স্ট্যান্ডে সন্ধ্যায় এসে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। মিনি ফিরোজের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের এক বিধায়কের ঘনিষ্ঠ এই মিনি ফিরোজ। এদিকে নির্বাচন এলেই গুলশান কলোনি দুষ্কৃতীদের দাপট বাড়ে। এক্ষেত্রেও সেটাই হয়েছে বলে দাবি স্থানীয়দের।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আনন্দপুর থানার বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকায় ঘিরে ফেলা হয়েছে। একজনকে মারধর করে মুখ ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ। যে আক্রান্ত হয়েছে সে মুখে সাজিদের নাম বলছে। এই সাজিদ ফিরোজ সব এক গোষ্ঠী বলে অভিযোগ। মিনি ফিরোজ এলাকায় না এলেও সাজিদ-সহ তাঁর দলবল এলাকায় কাণ্ড ঘটিয়েছে বলে বাসিন্দাদের অভিযোগ। ব্যাপক চাঞ্চল্য রয়েছে গোটা এলাকায়।