Governor: রাজভবনের চিঠিতে এত বড় ভুল! তদন্ত কমিটি গড়ছেন রাজ্যপাল

Governor: রাজ্যপাল হিসেবে পশ্চিমবঙ্গে দায়িত্ব নেওয়ার তিন বছর পূর্ণ হয়েছে সি ভি আনন্দ বোসের। গত রবিবার সেই উপলক্ষে রাজভবনে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করেছিলেন রাজ্যপাল। তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ রাজ্যের সব মন্ত্রী ও বিধায়ককে শুভেচ্ছাবার্তা পাঠান তিনি।

Governor: রাজভবনের চিঠিতে এত বড় ভুল! তদন্ত কমিটি গড়ছেন রাজ্যপাল
রাজ্যপাল সিভি আনন্দ বোসImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 26, 2025 | 9:05 PM

কলকাতা: রাজভবনের চিঠি বিভ্রাটে তদন্ত কমিটি গঠন করলেন রাজ্যপাল। রাজভবন থেকে পাঠানো একটি ভুল চিঠিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়ে। এই ঘটনায় কীভাবে এমন গাফিলতি ঘটল, তা খতিয়ে দেখতে একজন অবসরপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

রাজ্যপালের তিন বছরের কার্যকাল পূর্তি উপলক্ষে রাজভবন থেকে একটি শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। রাজভবন থেকে পাঠানো ওই চিঠিতে ভুলবশত (তেহট্টের) মৃত বিধায়ক তাপস সাহার দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। চিঠিটি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। সেই থেকেই বিতর্কের সূত্রপাত।

রাজভবনের এত বড় ভুল কীভাবে হল, যাচাই-বাছাই ছাড়াই কীভাবে এমন একটি চিঠি বাইরে এল, সেই প্রশ্ন তুলে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। তদন্ত কমিটি খুব শীঘ্রই দায়িত্ব গ্রহণ করবে এবং ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে বলে জানা গিয়েছে।

রাজ্যপাল হিসেবে পশ্চিমবঙ্গে দায়িত্ব নেওয়ার তিন বছর পূর্ণ হয়েছে সি ভি আনন্দ বোসের। গত রবিবার সেই উপলক্ষে রাজভবনে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করেছিলেন রাজ্যপাল। তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ রাজ্যের সব মন্ত্রী ও বিধায়ককে শুভেচ্ছাবার্তা পাঠান তিনি। রাজভবনের তরফে বিধায়কদের যে চিঠি দেওয়া হয়, তারই মধ্যে একটি যায় বিধায়ক তাপস সাহার নামেও। আর তাতে প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহার সুস্থতা কামনা করা হয়েছে।

গত ১৫ মে তাপস সাহা প্রয়াত হন। এতদিন পরও রাজভবন কেন তাঁর নামে চিঠি পাঠাল? প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে, রাজভবনের দায়িত্ব নিয়েও। উল্লেখ্য, শুধু তাপস সাহা নয়, সদস্য বিধায়ক পদ খারিজ হওয়া মুকুল রায়ের নামেও রাজভবন থেকে গিয়েছে চিঠি।