কলকাতা: নাম না করে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ও দলীয় নেতৃত্বকে কটাক্ষ করলেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি হোয়াটস অ্যাপ চ্যাট। যাতে রয়েছে অভিজিৎ দাসের নাম। যদিও সেই অ্যাকাউন্টের সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। সেই চ্যাটেই মিঠুনের একটি ভিডিয়ো ট্যাগ করে লেখা হয়েছে, “এই ভিডিয়োতে ওঁ (মিঠুন) যা বলেছেন, লোকসভা ভোটের আগে অনেক নেতাই সেই একই কথা বলেছিলেন, পরে তাঁদের টিকি পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।”
ভিডিয়োতে ঠিক কী বলেছিলেন মিঠুন চক্রবর্তী?
ভিডিয়ো বার্তায় মিঠুন বলেছিলেন, “…আমি তাঁদের অনুরোধ করছি, আপনারা বিজেপির সদস্যপদ নিন। আপনারা ভোট করুন। আপনাদের জন্য আমরা রইলাম। আমরা সামনে দাঁড়িয়ে মার খাব, কিন্তু ভোট আপনারা করুন।” তিনি আরও বলেন, “আমি শুধু আমার সদস্যদের বলছি, অফিসে নয়, অন্য কোথাও কাজ না করে, বাড়ি বাড়ি ঘুরে পাড়া পড়শিদের বোঝান।” গত ৫ নভেম্বরের একটি দলীয় সভাতেও এহেন মন্তব্য করেছিলেন মিঠুন।
ঠিক এই ভিডিয়োই ট্যাগ করেছিলেন বিজেপি নেতা অভিজিৎ। তাঁর বক্তব্য, “মিডিয়াতে দেখানোর জন্যই কেউ কেউ ডায়মন্ড হারবারে পা রেখেছিলেন। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস। পরাজিত হন। লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর বিজেপির ‘তথ্যানুসন্ধানী’ দলকে ডায়মন্ড হারবারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে বিজেপি নেতৃত্বকে। এরপর অভিজিৎকে শোকজ করে বিজেপি। বিজেপি নেতৃত্বের একাংশের মতে, সেই বিক্ষোভের পিছনে ছিলেন অভিজিতই। আবারও এই ধরনের ঘটনায় অস্বস্তিতে পড়ে বিজেপি।