Mithun Chakraborty: ‘সরাসরি মিথ্যা কথা’, ভিনরাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ ওড়ালেন মিঠুন

Mithun Chakraborty: বিজেপি নেতার বক্তব্য, তৃণমূল কংগ্রেস ভোটের আগে এই ইস্যুটাকে সামনে রেখে উস্কানি দেওয়ার চেষ্টা করছে।

Mithun Chakraborty: সরাসরি মিথ্যা কথা, ভিনরাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ ওড়ালেন মিঠুন
মিঠুন চক্রবর্তীImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 24, 2025 | 9:24 PM

কলকাতা: বাঙালি হেনস্থার অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর দাবি, পুরোপুরি মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। ভোটের আগে উস্কানি দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

অভিনেতা হিসেবে দীর্ঘদিন বাংলার বাইরে থেকেই কাজ করেছেন মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কোনও দিন তাঁকে কোনও হেনস্থার শিকার হতে হয়নি। তাঁর দাবি, শুধুমাত্র তাঁরাই মার খাচ্ছেন যাঁরা অনুপ্রবেশকারী।

বাঙালি হেনস্থার প্রসঙ্গে তুলতেই এদিন মিঠুন বলেন, “সরাসরি মিথ্যা কথা বলা হচ্ছে। কোন বাঙালিদের মারা হচ্ছে? যারা এখানে এসে আছে। কোনওদিন বাঙালিদের উপর কোনও অত্যাচার হয়নি।” বিজেপি নেতার বক্তব্য, তৃণমূল কংগ্রেস ভোটের আগে এই ইস্যুটাকে সামনে রেখে উস্কানি দেওয়ার চেষ্টা করছে।

মিঠুনের এই বক্তব্যে আক্রমণ শানিয়েছে তৃণমূল। শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, উনি বিজেপির কাছে নিজের বাঙালিয়ানার সত্ত্বা বিক্রি করে দিয়েছেন।

বাঙালি হেনস্থা নিয়ে রীতিমতো সুর চড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বললেই সরব হতে হচ্ছে বলে ২১ জুলাইয়ের মঞ্চে সরব হয়েছেন তিনি। ভাষা আন্দোলনে নামার ডাকও দিয়েছেন মমতা।