Mock Drill: মহড়ার প্রস্তুতি চলবে মুখ্যমন্ত্রীর নজরদারীতে, ‘ময়দানে’ থাকবেন হাজার-হাজার সিভিক ভলান্টিয়ারও
India Pakistan War Probability: সূত্রের খবর, দফতরের কর্মীদের প্রস্তুত থাকতে বলেছে বিপর্যয় মোকাবিলা দফতর। ৫৯ হাজার প্রশিক্ষিত সিভিক ভলান্টিয়ার, ১৫০০ জন স্থায়ী কর্মীকে মহড়ায় কাজে লাগাবে বিপর্যয় মোকাবিলা দফতর।

কলকাতা: বুধবার থেকে শুরু হবে মহড়া। তেমনটাই নির্দেশ দিয়েছে কেন্দ্র। দেশের অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশ মতো, বুধবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরদারিতে হবে রাজ্যের মহড়া প্রস্তুতি। রাজ্যের মোট ১৭টি জেলাকে অতি স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করে হবে এই মহড়া।
মহড়ার বিভাগ
বাংলার কলকাতাসহ ১৩টি জেলা মহড়ায় ক্যাটিগরি টু’য়ের অন্তর্গত। বর্ধমান,বীরভূম, হাওড়া, হুগলি মহড়ায় ক্যাটিগরি থ্রিয়ের অন্তর্গত। রাজ্যে ৯৫টি সাইরেন রয়েছে।সাইরেন কী অবস্থায় রয়েছে তা দেখার কাজ শুরু হয়েছে। ৯৫টি সাইরেনের মধ্যে যেগুলির মেরামতি সম্ভব নয় তা বদলে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যে ৬৫টি স্যাটেলাইট ফোন রয়েছে।
সূত্রের খবর, দফতরের কর্মীদের প্রস্তুত থাকতে বলেছে বিপর্যয় মোকাবিলা দফতর। ৫৯ হাজার প্রশিক্ষিত সিভিক ভলান্টিয়ার, ১৫০০ জন স্থায়ী কর্মীকে মহড়ায় কাজে লাগাবে বিপর্যয় মোকাবিলা দফতর। শুধু তাই নয়, বিপর্যয় মোকাবিলার কন্ট্রোল রুমের পরিকাঠামো মজবুত করা হচ্ছে। আগামিকালের মহড়া ঘিরে বাঁশদ্রোণী, কল্যাণীর বিপর্যয় মোকাবিলা কেন্দ্রে বিশেষ তৎপরতা।
উল্লেখ্য, মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ডাকা বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন ছাড়াও উপস্থিত ছিলেন এনডিআর এফে-এর ডিজি। রাজ্যের তরফে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব রাজেশ সিনহা, ডিজি সিভিল ডিফেন্স জগমোহন।

