
কলকাতা: বিধায়ক শওকত মোল্লার কনভয়ের পুলিশ গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল বাইক আরোহী মহম্মদ তাজউদ্দিনের। তা নিয়ে চাপানউতোর কম হয়নি। এবার তাঁর দাদা মহম্মদ সাকিলেরও মৃত্যু হল। বিশেষভাবে সক্ষম ছিলেন তিনি। ভাইয়ের মৃত্যু শোকেই মারা গিয়েছেন বলে দাবি পরিবারের। এদিনই আবার তাঁদের বাড়িতে যান বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়। দেন সাহায্যের আশ্বাস।
বাবুলের কাছে পরিবারের তরফ থেকে চাকরির দাবিও জানানো হয়েছে। সূত্রের খবরর বাবুল পরিবারকে বলেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দেখবেন। কোনওভাবে সাহায্য করা যায় কিনা তা দেখা হবে। প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতায় আসার পথে এক বাইক আরোহীকে ধাক্কা মারে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার কনভয়ে থাকা একটি পুলিশের গাড়ি। পরে জানা যায় তাঁর নাম মহম্মদ তাজউদ্দিন। দ্রুত তাঁকে উদ্ধার করে এসএসকেএমে আনা হলেও শেষ রক্ষা হয়নি। তাজউদ্দিনের মৃত্যুর পরেই বিধায়কের উপর ক্ষোভ উগরে দেন তাঁর পরিবারের সদস্যরা।
পরে জানা যায় ওই গাড়ি মেয়াদ উত্তীর্ণ। কিন্তু কিভাবে মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও তা সরকারি কনভয় ব্যবহার হচ্ছিল সেই প্রশ্ন উঠে যায়। শুরু হয়েছে তদন্ত। নড়েচড়ে বসেছে লালবাজার। সূত্রের খবর, যে গাড়িটি ব্যবহার করা হচ্ছিল সেটি ১৬ বছরের পুরনো। পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে মঙ্গলবার রাতেই অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনায় তিনিও আহত হন বলে জানা যায়।