TMC MP Sudip Banerjee: ‘পাকিস্তানের সঙ্গে বাংলাদেশেও দখল করে নাও’, সর্বদল বৈঠকে বলেছেন সুদীপ

Sudip Banerjee on All party meeting: সূত্রের খবর, এ দিন তৃণমূল সাংসদ জানিয়েছেন, তিনি সংশ্লিষ্ট বৈঠকে বলেছেন, "সর্বদল বৈঠকে বলেছি পাকিস্তান দখল করে নাও। সঙ্গে বাংলাদেশও দখল করে নাও।" পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়ে বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। মধ্যরাতে চলে অপারেশন সিঁদুর।

TMC MP Sudip Banerjee: পাকিস্তানের সঙ্গে বাংলাদেশেও দখল করে নাও, সর্বদল বৈঠকে বলেছেন সুদীপ
তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 11, 2025 | 5:41 PM

কলকাতা: ২৫ মিনিটের ‘অপারেশন সিঁদুর’। আর এই অভিযানেই ধ্বংস করা হয়েছে একাধিক জঙ্গিঘাঁটি। নিকেশ করা হয়েছে একশোর বেশি জঙ্গিকে। বৃহস্পতিবার ডাকা সর্বদলীয় বৈঠকে বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর এবার সর্বদল বৈঠক নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তৃণমূলের তরফে কী জানানো হয়েছে সেকথাও বললেন তিনি।

সূত্রের খবর, এ দিন তৃণমূল সাংসদ জানিয়েছেন, তিনি সংশ্লিষ্ট বৈঠকে বলেছেন, “সর্বদল বৈঠকে বলেছি পাকিস্তান দখল করে নাও। সঙ্গে বাংলাদেশও দখল করে নাও।” পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়ে বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। মধ্যরাতে চলে অপারেশন সিঁদুর। ২৫ মিনিটের অভিযানে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। তবে পাকিস্তান সেনার কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি বলে সেনার তরফে সাংবাদিক বৈঠকে জানানো হয়। পাকিস্তানের কোনও সাধারণ নাগরিকের উপরও আঘাত হানা হয়নি। এদিন সর্বদলীয় বৈঠকে রাজনাথ জানান, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা। জঙ্গিঘাঁটি যেমন গুঁড়িয়ে দিয়েছে, তেমনই একশোর বেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

এছাড়াও রাজনাথ বলেন, “পাকিস্তান সেনা বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে। ভারতীয় জওয়ানরা উপযুক্ত জবাব দিচ্ছেন। ‘অপারেশন সিঁদুর’ শেষ হয়ে জানিয়ে তিনি বলেন, “সিঙ্গুর অনগোয়িং অপারেশন। ভারত আরও অভিযান চালাতে চায় না। কিন্তু, পাক সেনা আক্রমণ করলে পাল্টা জবাব দেওয়া হবে।” উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খানিকটা তেতো হয়ে গিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞদের একাংশ। শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে সে দেশের একাংশ মানুষ বিশেষ করে নেতা মন্ত্রীরা ক্রমাগত ভারত বিরোধী মন্তব্য করেছেন। শুধু তাই নয়, সেভেন সিস্টার্স দখলের কথাও বলেছেন। এই আবহে সর্বদলীয় বৈঠকে সুদীপের এই দাবি নিতান্তই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।