বিধানসভায় বিড়ম্বনায় মুকুল! বসতে হবে সুজনের সিটে, ঘিরে থাকবেন শুভেন্দুরা

ঋদ্ধীশ দত্ত | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 01, 2021 | 9:54 AM

Mukul Roy Assembly: খাতায় কলমে মুকুল এখনও বিরোধী দলের বিধায়ক। তাই বিধানসভায় মুকুলের বসার জায়গা হবে বিরোধী আসনে।

বিধানসভায় বিড়ম্বনায় মুকুল! বসতে হবে সুজনের সিটে, ঘিরে থাকবেন শুভেন্দুরা
ছবি- PTI

Follow Us

প্রদীপ্তকান্তি ঘোষ: সাড়ে তিন বছর পরে নিজের ‘ঘর’ তৃণমূলে ফিরেছেন মুকুল রায়। কৃষ্ণনগর উত্তর থেকে অবশ্য পদ্ম পাতায় ভেসে প্রথমবার বিধানসভায় প্ৰবেশের সুযোগ মিলেছিল তাঁর। আর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছেন ৬৭ বছর বয়সে। ইতিমধ্যে ফুলবদল করেছেন মুকুল। গত ১১ জুন সপুত্র পদ্মফুল ছেড়ে জোড়াফুলে নাম লেখান তিনি। দলের প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি দল ছাড়ার পরে তাঁর বিধায়ক পদ খারিজের জন্য আবেদন করেছে বিজেপি। স্পিকারের কাছে ৬৪ পাতার পিটিশন জমা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে খাতায় কলমে মুকুল এখনও বিরোধী দলের বিধায়ক। তাই বিধানসভায় মুকুলের বসার জায়গা হবে বিরোধী আসনে।

কোথায় হবে?

বিধানসভা সূত্রে খবর, স্পিকারের বা দিকে বিরোধী দলের বেঞ্চ রয়েছে। সেখানে বসবেন মুকুল। আরও স্পষ্ট করে বললে বলতে হয়, শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গাদের জন্য নির্ধারিত আসনের অদূরের বসতে হবে মুকুলকে। তাঁর জন্য যে আসন বরাদ্দ হচ্ছে, সেখানে ষোড়শ বিধানসভায় (২০১৬-২১) বসতেন সুজন চক্রবর্তী। যার আসন নম্বর ৬৫। এখনও পর্যন্ত তেমনই খবর।
বিরোধী দলের গুরুত্বপূর্ণ ও বর্ষীয়ান বিধায়কের জন্য ওই আসন নির্ধারিত থাকে। মুকুল দলবদল করলেও খাতায় কলমে তিনি বিজেপির বিধায়ক। সে কারণে ওই আসনে সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশনে বসতে দেখা যেতে পারে মুকুলকে। অনেক বিধায়ক আসন বন্টনের ক্ষেত্রে পছন্দের কথা জানান বিধানসভা কর্তৃপক্ষকে। কিন্তু এখনও পর্যন্ত মুকুল তেমন কিছু করেননি। তবে ওই আসনের বা দিকে বেঞ্চে শাসক দলের বিধায়করা থাকবেন। কিন্তু মুকুলের বেঞ্চের ডান দিকে থাকবেন বিজেপি বিধায়করা। আবার মুকুলের বেঞ্চও আষ্টেপৃষ্ঠে থাকবেন গেরুয়া শিবিরের বিধায়করা।

তাঁর আসনে মুকুলের বসা নিয়ে সুজন চক্রবর্তী দার্শনিকের ঢঙে বলছেন, “চিরকাল চেয়ার কারও নিজের হয় না। আমি যখন প্রথমবার বিধায়ক হই, সেই সময়ে অন্য আসনে বসতাম। আর ২০১৬ থেকে ওই আসন (৬৫ নম্বর) বরাদ্দ হয়েছিল।” আবার মুকুলকে খোঁচা দিতে ছাড়েননি সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য। বলছেন, “কে কোথায় বসবেন তা বিধানসভা কর্তৃপক্ষ স্থির করেন। তা নিয়ে কিছু বলার নেই। তবে যিনি ওখানে বসবেন, তার রাজনৈতিক অবস্থান দু’রকম।” তবে বিধানসভার অনেক অধিকারিক এ কথাও মনে করাচ্ছেন, যে কোভিড বিধি মেনে আসন বন্টন করা হচ্ছে। ফলে সব কিছুকে চূড়ান্ত ধরা ঠিক নয়।

আরও পড়ুন: লোকসভার স্পিকারকে নালিশ কেন? অধ্যক্ষকে ধনখড় লিখলেন, ‘রাজ্যপাল পদের অবমাননা করছেন’

মুকুলের আসন বন্টন নিয়ে যখন জল্পনা চলছে, তখন আবার বিধানসভার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, আয়ব্যয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হতে পারেন দলীয় রাজনীতির হিসেব-নিকেশে পারদর্শী মুকুল। প্রথা মতো পিএসির চেয়ারম্যান হন বিরোধী দলের সদস্য।

মুকুলকে ঘিরে বিজেপিতে উষ্মা থাকতে পারে। বিজেপিকে নিয়ে মুকুলের অস্বস্তি থাকতে পারে। তবে বিধানসভা কর্তৃপক্ষের তো আর সে সব নিয়ে মাথা ঘামালে চলবে না। তাই খাতায় কলমের হিসাবকে সঙ্গী করেই মুকুলের জন্য নির্ধারিত হয়েছে বিরোধী দলের গুরুত্বপূর্ণ আসন।

আরও পড়ুন: উচ্চ প্রাথমিক নিয়োগ মামলা ফের হাইকোর্টে যেতেই চটলেন মমতা, বললেন, ‘এটা অন্যায়’

Next Article