কলকাতা: তৃণমূলের পুরভোটের (West Bengal Municipal Elections 2022) প্রার্থী তালিকা নিয়ে একদিকে যখন হইহই পড়ে গিয়েছে। দলীয় কর্মীদের ক্ষোভ-বিক্ষোভ দলের অন্দরে বাড়ছে অস্বস্তি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রতিবাদের আগুন জ্বলছে। সেই আগুনেই হাত সেঁকে কটাক্ষের বাণ ছুড়ছে বিরোধীরা। বিজেপি হোক বা সিপিএম, সকলেরই নিশানায় তৃণমূল (Trinamool Congress)। এদিন বিজেপি (BJP) নেতা শমীক ভট্টাচার্য, সিপিএম (CPIM) নেতা সুজন চক্রবর্তীরা তৃণমূলের প্রার্থী তালিকাকে তালমিছরির সঙ্গে তুলনা করেছেন। তাঁদের দাবি, এখন একটাই কথা তৃণমূল নেতাদের মুখে, ‘নকল হইতে সাবধান।’ অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, তোলাবাজির লোভেই এত বিবাদ। যদিও পাল্টা ফিরহাদ হাকিম বলেন, বিজেপির এখন অন্দরে যে কোন্দলে আগে তা সামাল দেওয়া দরকার। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি হয়েছে বলে দিলীপ ঘোষ দলটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। বিজেপি সেটা সামাল দিক। পাল্টা দিলীপও ফিরহাদকে ‘দলে পাস্ট টেন্স’ বলে ঠুকেছেন। তৃণমূলের এক প্রার্থী তালিকা নিয়েই জোর আকচাআকচি রাজ্য রাজনীতিতে।
তৃণমূলের তালিকা বিভ্রাট প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূলের প্রার্থী তালিকা তালমিছরি। নকল হইতে সাবধান। ছবি সই মিলিয়ে নিন। জেলা সভাপতিরা বুকে বোর্ড আটকে ঘুরছেন, নকল হইতে সাবধান। মতাদর্শগত কারণে তৃণমূলের সঙ্গে কেউ নেই। ওরা শুধু জেতা, জেতা এবং জেতায় বিশ্বাসী। এলাকার দখলদারির জন্য ব্যস্ত। গণতন্ত্রের নাভিশ্বাস উঠছে দলতন্ত্রের জোরে। এটাই অবস্থা ওদের।”
শমীকের সুরই শোনা গিয়েছে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর গলায়। সুজন চক্রবর্তীর কথায়, “এ তো দুলালের তালমিছরি। নকল হইতে সাবধান। আর চিহ্ন দেখে তবে নেবেন। সঙ্গে ছবিও দেখে নেবেন। প্রথম তালিকা বেরোল ছবিও নেই, চিহ্নও নেই। বিক্ষোভের পর আরও একটা বের হল, তাতে সই আছে, মানে চিহ্নটা আছে। ছবি এখনও আসেনি। এরপর ছবি আসবে। পাসওয়ার্ড নাকি অন্যায়ভাবে ব্যবহার করেছে বলছে ওরা। তা পাসওয়ার্ডটা কীভাবে বেরিয়ে যায়? একটা দলের ছাতা যদি তোলাবাজির জন্য ব্যবহার করা হয় তা হলে একবার নামটা তালিকায় থাকলে তো কোটি কোটি টাকা। তাই এত গোলমাল”
এদিনই ফিরহাদ হাকিম তৃণমূলের তালিকা নিয়ে বিস্ফোরক দাবি করেন। তাঁর কথায়, ওয়েবসাইটের পাসওয়ার্ডের অপব্যবহার করে কেউ এই তালিকা আপলোড করেছে। একইসঙ্গে তিনি বলেন, সকলের সঙ্গে কথা বলেই এই তালিকা তৈরি করা হয়েছে। একইসঙ্গে ফিরহাদ দাবি করেন, বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার হওয়ায় দিলীপ ঘোষ বিজেপি ভেঙে দিচ্ছেন। তিনি সভাপতি না থাকায় সুকান্ত মজুমদারকে ছোট করে দেওয়ার জন্য বিজেপি ভেঙে দিচ্ছেন বলেই দাবি করেন তিনি।
পাল্টা এ নিয়ে দিলীপ ঘোষ বলেন, “উনি বোধহয় জানেন না এটা টিএমসি নয়। পরস্পর কাদা ছোড়াছুড়ি করবে এটা চলে না। ওদের তো এখন গৃহযুদ্ধ বেধে গিয়েছে। যতগুলো পুরসভায় ঘোষণা হয়েছে প্রার্থী, সব জায়গায় বিরোধ চলছে। পুরনো টিম আর নতুন টিম। পিকের টিম আর দিদির টিম। ববি হাকিমের মতো লোকেরা ওখানে পাস্ট টেন্স হয়ে যাচ্ছেন। তাই টেনশনে আছেন। বিজেপি নিয়ে ভাবার দরকার নেই। বিজেপি যেমন ছিল, তার চেয়েও শক্তিশালী হবে।”
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
কলকাতা: তৃণমূলের পুরভোটের (West Bengal Municipal Elections 2022) প্রার্থী তালিকা নিয়ে একদিকে যখন হইহই পড়ে গিয়েছে। দলীয় কর্মীদের ক্ষোভ-বিক্ষোভ দলের অন্দরে বাড়ছে অস্বস্তি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রতিবাদের আগুন জ্বলছে। সেই আগুনেই হাত সেঁকে কটাক্ষের বাণ ছুড়ছে বিরোধীরা। বিজেপি হোক বা সিপিএম, সকলেরই নিশানায় তৃণমূল (Trinamool Congress)। এদিন বিজেপি (BJP) নেতা শমীক ভট্টাচার্য, সিপিএম (CPIM) নেতা সুজন চক্রবর্তীরা তৃণমূলের প্রার্থী তালিকাকে তালমিছরির সঙ্গে তুলনা করেছেন। তাঁদের দাবি, এখন একটাই কথা তৃণমূল নেতাদের মুখে, ‘নকল হইতে সাবধান।’ অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, তোলাবাজির লোভেই এত বিবাদ। যদিও পাল্টা ফিরহাদ হাকিম বলেন, বিজেপির এখন অন্দরে যে কোন্দলে আগে তা সামাল দেওয়া দরকার। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি হয়েছে বলে দিলীপ ঘোষ দলটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। বিজেপি সেটা সামাল দিক। পাল্টা দিলীপও ফিরহাদকে ‘দলে পাস্ট টেন্স’ বলে ঠুকেছেন। তৃণমূলের এক প্রার্থী তালিকা নিয়েই জোর আকচাআকচি রাজ্য রাজনীতিতে।
তৃণমূলের তালিকা বিভ্রাট প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূলের প্রার্থী তালিকা তালমিছরি। নকল হইতে সাবধান। ছবি সই মিলিয়ে নিন। জেলা সভাপতিরা বুকে বোর্ড আটকে ঘুরছেন, নকল হইতে সাবধান। মতাদর্শগত কারণে তৃণমূলের সঙ্গে কেউ নেই। ওরা শুধু জেতা, জেতা এবং জেতায় বিশ্বাসী। এলাকার দখলদারির জন্য ব্যস্ত। গণতন্ত্রের নাভিশ্বাস উঠছে দলতন্ত্রের জোরে। এটাই অবস্থা ওদের।”
শমীকের সুরই শোনা গিয়েছে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর গলায়। সুজন চক্রবর্তীর কথায়, “এ তো দুলালের তালমিছরি। নকল হইতে সাবধান। আর চিহ্ন দেখে তবে নেবেন। সঙ্গে ছবিও দেখে নেবেন। প্রথম তালিকা বেরোল ছবিও নেই, চিহ্নও নেই। বিক্ষোভের পর আরও একটা বের হল, তাতে সই আছে, মানে চিহ্নটা আছে। ছবি এখনও আসেনি। এরপর ছবি আসবে। পাসওয়ার্ড নাকি অন্যায়ভাবে ব্যবহার করেছে বলছে ওরা। তা পাসওয়ার্ডটা কীভাবে বেরিয়ে যায়? একটা দলের ছাতা যদি তোলাবাজির জন্য ব্যবহার করা হয় তা হলে একবার নামটা তালিকায় থাকলে তো কোটি কোটি টাকা। তাই এত গোলমাল”
এদিনই ফিরহাদ হাকিম তৃণমূলের তালিকা নিয়ে বিস্ফোরক দাবি করেন। তাঁর কথায়, ওয়েবসাইটের পাসওয়ার্ডের অপব্যবহার করে কেউ এই তালিকা আপলোড করেছে। একইসঙ্গে তিনি বলেন, সকলের সঙ্গে কথা বলেই এই তালিকা তৈরি করা হয়েছে। একইসঙ্গে ফিরহাদ দাবি করেন, বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার হওয়ায় দিলীপ ঘোষ বিজেপি ভেঙে দিচ্ছেন। তিনি সভাপতি না থাকায় সুকান্ত মজুমদারকে ছোট করে দেওয়ার জন্য বিজেপি ভেঙে দিচ্ছেন বলেই দাবি করেন তিনি।
পাল্টা এ নিয়ে দিলীপ ঘোষ বলেন, “উনি বোধহয় জানেন না এটা টিএমসি নয়। পরস্পর কাদা ছোড়াছুড়ি করবে এটা চলে না। ওদের তো এখন গৃহযুদ্ধ বেধে গিয়েছে। যতগুলো পুরসভায় ঘোষণা হয়েছে প্রার্থী, সব জায়গায় বিরোধ চলছে। পুরনো টিম আর নতুন টিম। পিকের টিম আর দিদির টিম। ববি হাকিমের মতো লোকেরা ওখানে পাস্ট টেন্স হয়ে যাচ্ছেন। তাই টেনশনে আছেন। বিজেপি নিয়ে ভাবার দরকার নেই। বিজেপি যেমন ছিল, তার চেয়েও শক্তিশালী হবে।”
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা