Na Bollei Noy: করের টাকায় চলে সরকার! ঋণ করে খয়রাতি আর কতদিন? যে কথা ‘না বললেই নয়’

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jul 17, 2022 | 2:39 PM

Na Bollei Noy: নেতারা দেশ চালান, মাছের তেলে মাছ ভাজেন! খয়রাতি করে কারা? যে কথা ‘না বললেই নয়’

Na Bollei Noy: করের টাকায় চলে সরকার! ঋণ করে খয়রাতি আর কতদিন? যে কথা ‘না বললেই নয়’
না বললেই নয়

Follow Us

কলকাতা: প্রশ্নটা করেই ফেলা যাক। খয়রাতি করে কারা? দেয় কারা? না দিলে কার ক্ষতি?  উন্নয়ন-অনুন্নয়ন, যোজনা, পঞ্চায়েত, অপুষ্টি, অনাহার, চিকিৎসা, চিকিৎসায় অনীহা, মূল্যবৃদ্ধি এসব নিয়ন্ত্রণ ও সামলানোর ক্ষমতা কার? রাষ্ট্রের (রাজ্যের)। নেতারা দেশ চালান, মাছের তেলে মাছ ভাজেন। 

করের টাকায় সরকার চলে। সরকারের খয়রাতি চলে, চলতেই থাকে। তারপর একদিন খয়রাতি চালাতে ঋণ করতে হয়। এসব না করে, দেশের মানুষ যদি কিনে খেতে পারে? মানে মানুষের ক্রয় ক্ষমতা তৈরি হয়? তাহলে পার্টি অফিসে মাছি তাড়ানোর ভয় থাকে?

প্রধানমন্ত্রী খয়রাতির রাজনীতির সমালোচনা করছেন। কাচের ঘরে বসে ঢিল ছুড়ছেন না তো! কথা হবে। জানার চেষ্টা হবে, জ্বালানির দাম কমছে না কেনো! বিশ্ব বাজারের দিকে আঙুল তো আর তোলা যাচ্ছে না।  তাহলে? রাত ৮.৫৭। টিভি নাইন বাংলায়, না বললেই নয়,দেখবেন।

Next Article