DA: সুখবর! রাজ্য কর্মচারীদের DA বাড়ছে এপ্রিল থেকেই

DA: এ দিন,রাজ্য অর্থ দফতর একটি বিবৃতি জারি করে। সেই বিবৃতি অনুযায়ী, শুধু রাজ্য সরকারি কর্মচারিরাই নয় একই সঙ্গে পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। তাঁদেরও মহার্ঘ ভাতা বেড়ে হল ১৮ শতাংশ।

DA: সুখবর! রাজ্য কর্মচারীদের DA বাড়ছে এপ্রিল থেকেই
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ছে ডিএ (ফাইল ফোটো)Image Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 25, 2025 | 6:45 PM

কলকাতা: রাজ্য বাজেটে আগেই ঘোষণা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের চার শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি করা হবে। আগামী ১ এপ্রিল থেকে বর্ধিত এই মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার কথা ছিল। পূর্ব নির্ধারিত ঘোষণা মতো মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে তা জানাল নবান্ন। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (DA) বেড়ে হল ১৮ শতাংশ।

এ দিন,রাজ্য অর্থ দফতর একটি বিবৃতি জারি করে। সেই বিবৃতি অনুযায়ী, শুধু রাজ্য সরকারি কর্মচারীরাই নয় একই সঙ্গে পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। তাঁদেরও মহার্ঘ ভাতা বেড়ে হল ১৮ শতাংশ। তবে ডিএ বাড়লেও এখনও রাজ্যের সঙ্গে কেন্দ্রের মহার্ঘ্য ভাতার ব্যবধান থাকছে ৩৫ শতাংশ।

এ দিকে, কেন্দ্রের হারে মহার্ঘ ভাতার বৃদ্ধির দাবিতে রাজ্য কর্মচারীরা আগেই মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে। সেই মামলার সওয়াল-জবাবও চলছে অনেক দিন ধরেই। শুধু তাই নয়, একসময় কর্মবিরতিও পালন করেছিলেন তাঁরা। ধর্মতলায় চলেছে লাগাতার অনশন-আন্দোলন। মঙ্গলবার ছিল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। তাই গেল পিছিয়ে। আগামী এপ্রিল মাসে মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে।