Nabanna: সক্রিয় নবান্ন, BLO-দের জন্য দেওয়া হল টাকা

মূলত, বাড়ি-বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি থেকে সেই ফর্ম ফিলআপ আর তারপর তা পোর্টালে আপলোড, ইত্যাদি সমস্ত কিছুই করেন বিএলওরা। সেই কারণে তাঁদের একটি পারিশ্রমিকের ব্যবস্থা করে কমিশন। আগের বার সেটি ছিল ৬ হাজার টাকা।

Nabanna: সক্রিয় নবান্ন, BLO-দের জন্য দেওয়া হল টাকা
নবান্নImage Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 09, 2025 | 9:56 PM

কলকাতা: রাজ্য টাকা পাঠায়নি বলে বিএলও-দের (BLO) পারিশ্রমিক দিতে পারছে না নির্বাচন কমিশন (Election Commission)। এরপর টাকা চেয়ে নবান্নকে চিঠি পাঠায় কমিশন। অবশেষে নবান্ন থেকে পাঠানো হল সেই টাকা।

জানা যাচ্ছে, নবান্ন বিএলও-দের জন্য মাত্র ৬১ কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে ৮১ হাজার বিএলও,তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট বিএলও,ERO,AERO-দের ভাতাও আছে। এই টাকা ভাগ করলে মাথাপিছু মাত্র ৬০০০টাকা পাওয়া যাবে। এখানে উল্লেখ্য, বিএলওদের পারিশ্রমিক প্রায় দ্বিগুণ বেড়েছে। আর তা বেড়ে হয়েছে ১২ হাজার টাকা। বিশেষ ভাতা-সহ তাঁরা মোট ১৪ হাজার টাকা পাবেন। বিএলও সুপারভাইজ়ারদের পাবেন ১৮ হাজার টাকা। প্রায় ৮১ হাজার বিএলও কাজ করছেন। অভিযোগ,কমিশন বরাদ্দ অনুমোদনের পরেও তাঁদের টাকা দেওয়া যায়নি।

মূলত, বাড়ি-বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি থেকে সেই ফর্ম ফিলআপ আর তারপর তা পোর্টালে আপলোড, ইত্যাদি সমস্ত কিছুই করেন বিএলওরা। সেই কারণে তাঁদের একটি পারিশ্রমিকের ব্যবস্থা করে কমিশন। আগের বার সেটি ছিল ৬ হাজার টাকা। আর এবার সেটি হয়েছে বারো হাজার টাকা। বিএলওদের দাবি, এবার স্বল্প সময়ে তাঁদের কাজ শেষ করতে হচ্ছে, এমনকী কাজের জন্য স্মার্ট ফোন কিনতে হচ্ছে। তাই এই টাকা বৃদ্ধির দাবি জানান তাঁরা। এরপরই কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় বিএলওদের টাকা বৃদ্ধি নিয়ে।