
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সকালেই নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়ে দিয়েছিলেন, চাকরিহারাদের জন্য বিকাল পাঁচটায় ‘গুরুত্বপূর্ণ’ ঘোষণা করতে চলেছেন তিনি। সেই মতো বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩১ মে-র মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে তাঁর সরকার। যদিও প্রথম থেকেই চাকরিহারারা তাঁদের যোগ্যতা প্রমাণের জন্য নতুন করে পরীক্ষায় বসতে নারাজ ছিলেন।কীভাবে পরীক্ষা ছাড়া তাঁদের চাকরিতে পুনর্বহাল রাখা যায়, তার দায়ভার রাজ্য সরকারের ওপরেই দিয়েছিলেন তাঁরা।কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে, তাই পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতেই হচ্ছে। কিন্তু চাকরিহারাদের জন্য পথ খুলে রাখারও ইঙ্গিত দিয়েছেন তিনি। এবার রাজ্যের জারি করা বিজ্ঞপ্তি খতিয়ে দেখছে রাজ্যের ল সেল। বিজ্ঞপ্তির বিরুদ্ধে আদালতে যাতে মামলা না হয়, তার জন্য বারবার আইনি যাচাই করে নেওয়া হচ্ছে।
সূত্রের খবর, রাজ্যের তরফে নতুন করে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তির খসড়া বারবার খতিয়ে দেখছে নবান্ন। পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে এসএসসি, মনিটর করবে নবান্ন। শিক্ষা দফতরকে নিয়ম করে রিপোর্ট পাঠাতে হবে নবান্নে।
মমতার দাবি মতো, যাঁদের টাকা ফেরত দিতে বলা হয়েছে, চাকরি বাতিল করা হয়েছে, বলা হয়েছে চাকরির পরীক্ষায় বসতে পারবেন না, তাঁরা অন্য বিভাগে যোগ দিতে পারেন। মুখ্যমন্ত্রীর কথায়, “আলাদা ভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে। এর সঙ্গে ওটার সম্পর্ক নেই। গ্রুপ সি , গ্রুপ ডির টা আলাদা ভাবে করব। তিন চার-দিন পরে হবে। আগে শিক্ষকদের নিয়োগের বিজ্ঞপ্তি হবে।”
আপাতত শিক্ষকশিক্ষিকাদের বিজ্ঞপ্তি জারি করা হবে। সেটা শীর্ষ আদালতের নির্দেশ মতো ৩১ মে-র মধ্যে বার করা হবে। শিক্ষক শিক্ষিকাদের জন্য বিজ্ঞপ্তি হবে মোট ৪৪,২০৩ শূন্যপদের। নবম-দশমে ২৩২১২, ও একাদশ দ্বাদশে ১২৫১৪ শূন্যপদে বিজ্ঞপ্তি জারি হবে।