Nabanna: বিধানসভা ভোটের আগে শেষ বাজেট অধিবেশন, প্রস্তুতি শুরু নবান্নের
West Bengal budget session: এসআইআরের কাজের জন্য যাতে সরকারি উন্নয়নের কাজে বিঘ্ন না ঘটে, সেজন্য প্রশাসনিক বৈঠক থেকে একাধিকবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের নির্বাচনের আগে মানুষের বাড়িতে বাড়িতে উন্নয়নের পাঁচালি পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তেমনই আসন্ন বাজেট অধিবেশনের জন্য প্রয়োজনীয় তথ্য অর্থ দফতরের পোর্টালে আপলোডের নির্দেশ দিল নবান্ন।

কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাস পাঁচেকও বাকি নেই। বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেট অধিবেশনের প্রস্তুতি শুরু করে দিল নবান্ন। বিধানসভার বাজেট অধিবেশনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে বাজেট অধিবেশন সাধারণত ফেব্রুয়ারিতে হয়। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন দফতরকে বাজেট অধিবেশনের প্রস্তুতি নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিল নবান্ন।
২০২৬-২৭ সালের বাজেট প্রকাশনার প্রস্তুতির জন্য রাজ্য সরকারের অধীনস্থ বাণিজ্যিক ও আধা বাণিজ্যিক কার্যকলাপে যুক্ত সংস্থাগুলির গত তিনটি অর্থবর্ষের হিসেব নিকেশ জমা দিতে নির্দেশিকা জারি করলেন রাজ্যের অর্থসচিব প্রভাতকুমার মিশ্র। সমস্ত দফতরের প্রধান সচিবদের এই নির্দেশিকা পাঠিয়ে দ্রুত আসন্ন বাজেট প্রকাশনার কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হল। বাজেট প্রকাশনা প্রস্তুতির নির্দেশিকা মেনে সমস্ত দফতরের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন এবং সংযুক্ত তালিকায় থাকা পাবলিক সেক্টর আন্ডারটেকিং এবং কর্পোরেশনের জন্য প্রয়োজনীয় আর্থিক বিবরণীর তালিকা সরবরাহ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে রাজ্যের নির্ধারিত পোর্টালের মাধ্যমে ২০২৬-২৭ সালের বাজেট প্রকাশনা সংকলন করার জন্য সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে বাজেট প্রকাশনার প্রস্তুতি নিয়ে তথ্য সংগ্রহ করে জমা দিতে বলা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, সমস্ত ডেটা অর্থ দফতরের পোর্টালে আপলোড করতে হবে। এই নির্দেশিকাকে অত্যন্ত জরুরি হিসাবে বিবেচনা করতে বলা হয়েছে সমস্ত বিভাগীয় প্রধান সচিবকে।
এসআইআরের কাজের জন্য যাতে সরকারি উন্নয়নের কাজে বিঘ্ন না ঘটে, সেজন্য প্রশাসনিক বৈঠক থেকে একাধিকবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের নির্বাচনের আগে মানুষের বাড়িতে বাড়িতে উন্নয়নের পাঁচালি পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তেমনই আসন্ন বাজেট অধিবেশনের জন্য প্রয়োজনীয় তথ্য অর্থ দফতরের পোর্টালে আপলোডের নির্দেশ দিল নবান্ন।
