Nabanna: সম্পত্তি কেনা বেচায় স্ট্যাম্প ডিউটির ছাড় তুলে নিল রাজ্য সরকার

Deeksha Bhuiyan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 02, 2024 | 9:28 AM

Nabanna: ১ জুলাই, সোমবার থেকে এই ছাড় তুলে নেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। সোমবারই অর্থ দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  বলা হয়েছে, কোভিড অতিমারির সময় অর্থনৈতিক কারণে এই ছাড় ঘোষণা করা হয়েছিল। সেই মতো ২০২১ সালের জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

Nabanna: সম্পত্তি কেনা বেচায় স্ট্যাম্প ডিউটির ছাড় তুলে নিল রাজ্য সরকার
নবান্ন
Image Credit source: TV9 Bangla

Follow Us

 কলকাতা: সম্পত্তি কেনা বেচায় স্ট্যাম্প ডিউটির ছাড় তুলে নিল রাজ্য সরকার। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ২ শতাংশ ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল। ১ জুলাই, সোমবার থেকে এই ছাড় তুলে নেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। সোমবারই অর্থ দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  বলা হয়েছে, কোভিড অতিমারির সময় অর্থনৈতিক কারণে এই ছাড় ঘোষণা করা হয়েছিল। সেই মতো ২০২১ সালের জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। প্রায় তিন বছর পর পরিস্থিতি বিবেচনা করে এই ছাড় তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

স্ট্যাম্প ডিউটির পাশাপাশি সার্কেল রেটের ১০ শতাংশ ছাড়ও তুলে নেওয়া হল। এবার থেকে সম্পত্তি ক্রয় বিক্রয় মূল্যের ওপর ৭ শতাংশ হারে স্ট্যাম্প ডিউটি দিতে হবে বলেই নবান্ন সূত্রে খবর।

প্রসঙ্গত, কোভিড অতিমারি পরিস্থিতিতে অর্থ দফতর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল, অর্থনৈতিক কারণে ও বাণিজ্যিক লেনদেন বাড়াতে সাধারণ মানুষের সুবিধার্থে সম্পত্তি কেনাবেচায় স্ট্যাম্প ডিফটিতে ছাড় দেওয়া হচ্ছে। সেই ছাড়ের মেয়াদ ছিল ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। রাজ্য সরকারের বক্তব্য, অতিমারি পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। এই পরিস্থিতিতে আর এই ছাড়ের প্রয়োজন নেই।

Next Article