
কলকাতা: হাওড়া পুরসভা এলাকায় ৫০টির বদলে ৬৬টি ওয়ার্ড রেখে দেওয়ার জন্য রাজ্য সরকার ফের আইনি সংশোধন আনতে চলেছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রশাসনের এই সিদ্ধান্তের উপর সিলমোহর দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই এই পুরসভা নিয়ে জটিলতা চলছে। সেই জট কাটাতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, হাওড়া পুরসভা আইন, ১৯৮০ সংশোধনের জন্য ফের বিধানসভায় বিল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৫ সালে তৃণমূল সরকার হাওড়া পুরসভার সঙ্গে বালি পুরসভাকে জুড়ে দিয়ে মোট ৬৬টি ওয়ার্ড গঠন করেছিল। যদিও হাওড়া পুরসভার অন্তর্গত ছিল ৫০টি। কিন্তু পরে প্রশাসনিক সমস্যা দেখা দেয়। ফলে, ২০২১ সালে ফের বালি পুরসভাকে হাওড়া পুরসভা থেকে আলাদা করে দেওয়া হয়। কিন্তু সেই সিদ্ধান্তে সিলমোহর দেননি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়।
পরে ২০২৫-এ রাজ্যপাল সি ভি আনন্দ বোস অনুমোদন দেন। নিয়ম অনুযায়ী বালি পুরসভা হাওড়া পুরসভা থেকে বেরিয়ে গেলে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা কমে যাওয়ার কথা। কিন্তু এখন হাওড়া পুরসভা আলাদা হয়ে গেলেও ৫০-এর বদলে ৬৬ টি ওয়ার্ডই রাখতে চাইছে রাজ্য সরকার। কারণ হিসাবে বলা হয়েছে, গত ১০ বছরে এই পুরসভায় লোকসংখ্যা বেড়েছে দ্বিগুণ। তাই ওয়ার্ড বাড়ানো প্রয়োজন। তাই এই আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রিসভার।
উল্লেখ্য, হাওড়া পুরসভায় দীর্ঘদিন ধরে ভোট করানো যাচ্ছে না। ২০১৩ সালে শেষবার ভোট হয়েছিল। ২০১৮ সালে ভোট হওয়ার কথা থাকলেও, তা হয়নি। আপাতত সেখানে প্রশাসক বসানো আছে। সেই জট কাটাতে এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।