নাইট কার্ফু ভেঙে রাস্তায় টলি অভিনেত্রী ঈশা সাহা, জরিমানা দিয়ে মিলল ছাড়
করোনার বিধি নিষেধ এখনও বলবৎ রয়েছে রাজ্যে। বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও বার বার প্রশাসনের তরফে বলা হয়েছে, নাইট কার্ফু মানতেই হবে।
কলকাতা: নাইট কার্ফু ভাঙার অপরাধে মোটর ভেহিক্যাল আইনে জরিমানা করা হল টলিউড অভিনেত্রী ঈশা সাহাকে। সল্টলেক ৪ নম্বর গেটের কাছে নাকা চেকিং চলাকালীন এই অভিনেত্রীর গাড়ি আটকায় পুলিশ। বিধাননগর উত্তর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাঁকে। কেন তিনি আইন ভেঙে রাস্তায়, তার কোনও সদুত্তর দিতে পারেননি অভিনেত্রী। এরপরই জরিমানা দিতে হয় তাঁকে।
বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে শুক্রবার রাতে সল্টলেক ৪ নম্বর গেটের কাছে নাকা চেকিং চলছিল। বার বার প্রশাসনের তরফে বারণ করা সত্ত্বেও নাইট কার্ফু উপেক্ষা করেই একাধিক গাড়ি নামে রাস্তায়। ছিল টালিগঞ্জের অভিনেত্রী ঈশা সাহার গাড়িও। সে সময় গাড়িতে ঈশা ছিলেন।
৪ নম্বর গেট থেকে অভিনেত্রীর গাড়ি নিয়ে যাওয়া হয় বিধাননগর উত্তর থানায়। নাইট কার্ফু ভেঙে কেনো তিনি বেরিয়েছেন, তার উত্তর দিতে পারেনি ঈশা। গাড়ির চালকের কাছে ছিল না লাইসেন্স বা গাড়ির কাগজপত্রও। এরপরই ট্রাফিক আইনে জরিমানা করা হয় তাঁকে।
করোনার বিধি নিষেধ এখনও বলবৎ রয়েছে রাজ্যে। বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও বার বার প্রশাসনের তরফে বলা হয়েছে, নাইট কার্ফু মানতেই হবে। কোনও ভাবে তা উপেক্ষা করলে আইন মোতাবেক ব্যবস্থা নেবে পুলিশ। কিন্তু সে নিয়মের তোয়াক্কা কোথায়? প্রতিদিন নাইট কার্ফু ভেঙে সারি সারি গাড়ি চলছে রাস্তায়। পুলিশও পাল্লা দিয়ে বাড়িয়েছে নজরদারি। নিয়মিত নাকা চেকিং করা হচ্ছে রাত ৯টার পর থেকে। আটক কিংবা জরিমানাও হচ্ছে। তার পরও নিয়মিত এ ধরনের ঘটনা ঘটে চলেছে।
শুক্রবার রাতেই সল্টলেক ৪ নম্বর গেটের কাছে বিধাননগর উত্তরথানার পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শহরের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। কর্তব্যরত পুলিশকে হুমকি ও বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় ওই ব্যবসায়ীকে। নাইট কার্ফু ভেঙে রাস্তায় বেরিয়েছে এমন ৬৩টি গাড়িকে কেস দেওয়া হয়েছে এদিন।