Indian Railways: স্টেশনের সঙ্গে জুড়ছে জনপ্রিয় জায়গার নাম, যাত্রী সুবিধার্থে বড় উদ্যোগ রেলের

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Jul 21, 2023 | 12:01 AM

Indian Railways: সূত্রের খবর, গোটা পরিকল্পনাকে বাস্তবায়িত করতে বেশ কিছু প্রযুক্তিগত পরিবর্তন করা হয়েছে। ৭২৫টি স্টেশনের সঙ্গে ১৭৫ টি জনপ্রিয় স্থানকে যুক্ত করা হয়েছে।

Indian Railways: স্টেশনের সঙ্গে জুড়ছে জনপ্রিয় জায়গার নাম, যাত্রী সুবিধার্থে বড় উদ্যোগ রেলের
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: যাচ্ছেন কাশী, কেদারনাথ, বদ্রীনাথ বা রাজ্যের বাইরে অন্য কোনও জায়গায়। কিন্তু, নামবেন কোন স্টেশনে? টিকিটই বা কাটা হবে কোন স্টেশন পর্যন্ত? অনলাইন-অফলাইনে টিকিট কাটতে গিয়ে প্রায়শই বিপাকে পড়েন ভিন রাজ্যের যাত্রীরা। স্থানীয়ভাবে অনেক স্টেশনের নাম একরকম হলেও রেলের খাতায় তা অনেক সময়ই আলাদা হয়। তাই এই সমস্যা মেটাতে এবার বড় উদ্যোগ নিয়ে ফেলল ভারতীয় রেল (Indian Rail)। এখন থেকে ছোট ছোট স্টেশনের নাম জনপ্রিয় স্থান বা শহরের নামের সঙ্গে যুক্ত করা হবে বলে ঠিক হয়েছে। 

এর ফলে ভ্রমনের পরিকল্পনা করা থেকে ওয়েবসাইট বা মোবাইল আ্যপের মাধ্যমে টিকিট কাটা আরও সহজ হয়ে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পর্যটকরা সহজেই খুঁজে পেয়ে যাবেন স্টেশনের নাম। ২১ জুলাই থেকেই এই নতুন কাজ শুরু হয়ে যাবে বলে রেল সূত্রে খবর। 

সূত্রের খবর, গোটা পরিকল্পনাকে বাস্তবায়িত করতে বেশ কিছু প্রযুক্তিগত পরিবর্তন করা হয়েছে। ৭২৫টি স্টেশনের সঙ্গে ১৭৫ টি জনপ্রিয় স্থানকে যুক্ত করা হয়েছে। যেমন নয়ডাকে যুক্ত করা হয়েছে নতুন দিল্লির সঙ্গে। কাশী , খাটুশ্যাম , বদ্রীনাথ , কেদারনাথ , বৈষ্ণদেবীর মতো পর্যটনস্থলগুলিকে কাছের স্টেশনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বলে খবর। একইসঙ্গে কোনও কারণে কোনও স্টেশনে কাজ চললে বা বন্ধ থাকলে পরিবর্তিত স্টেশনের নাম জার্নি প্লানারে যোগ হয়ে যাবে বলেও খবর। এর ফলে ট্রেন যাত্রা আরও সহজ হবে। ফলে চাইলে নিকটবর্তী স্টেশনে নামতে বা উঠতে পারবেন যাত্রীরা। আর তা আগে থেকেই ঠিক করে নিতে পারবেন যাত্রীরা। 

Next Article