Nandigram Panchayat Election: বিজেপিকে বোর্ড গড়তে দেওয়া হচ্ছে না নন্দীগ্রামে, অভিষেকের নাম উল্লেখ করে হাইকোর্টে জয়ী প্রার্থীরা

Nandigram BJP: বোর্ড গঠনের পথে প্রশাসন বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেও দাবি বিজেপির। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল।

Nandigram Panchayat Election: বিজেপিকে বোর্ড গড়তে দেওয়া হচ্ছে না নন্দীগ্রামে, অভিষেকের নাম উল্লেখ করে হাইকোর্টে জয়ী প্রার্থীরা
হাইকোর্টের দ্বারস্থ বিজেপি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2023 | 3:41 PM

কলকাতা: জয়ী হওয়া সত্ত্বেও বোর্ড গঠন করতে পারছে না বিজেপি। বাধা দেওয়া হচ্ছে জয়ী প্রার্থীদের। বিভিন্ন মামলায় ডেকে হেনস্থা করা হচ্ছে। এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নন্দীগ্রামের এক পঞ্চায়েতের জয়ী প্রার্থীরা। বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত সেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার শুনানি হতে পারে। সপ্তাহ খানেক আগে পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। নন্দীগ্রামে ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯টিতে জয়ী হয়েছে বিজেপি।

মামলাকারীদের দাবি, নন্দীগ্রামে জয়ী বিজেপি প্রার্থীদের পুরনো মামলায় ডেকে হেনস্থা করছে পুলিশ। পাশাপাশি, নতুন মামলা করেও অনেকের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক জনসভা থেকে বলেছেন, নন্দীগ্রামে জয়ী বিজেপি প্রার্থীদের জন্য এলাকায় অশান্তি হচ্ছে। এরপর থেকেই পুলিশ অতি সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ। বোর্ড গঠনের পথে প্রশাসন বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেও দাবি বিজেপির। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল।

তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাথ পাল জানান, বারবার হেনস্থা করা হচ্ছে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীদের, ফাঁসানো হচ্ছে মিথ্যা মামলায়। সে কারণেই মামলা করেছেন অন্তত ২০ জন জয়ী প্রার্থী। তবে তৃণমূলের দাবি, অভিযোগ থাকলে মামলা হবেই। আইন আইনের পথে চলবে বলে মন্তব্য করেছেন নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ।