সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পিছিয়ে গেল নারদ মামলার শুনানি

আগামী ২৫ জুন শীর্ষ আদালতে ওই মামলার শুনানি রয়েছে। তাই ওই দিন পর্যন্ত নারদ মামলার শুনানি পিছিয়ে গেল হাইকোর্টে।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পিছিয়ে গেল নারদ মামলার শুনানি
ফাইল ছবি

Jun 23, 2021 | 2:21 PM

কলকাতা: আজ, বুধবার হাইকোর্টে হল না নারদ মামলার শুনানি। শীর্ষ আদালতের শুনানি হবে এই মামলার। তাই তার আগে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই শুনানি হচ্ছে না হাইকোর্টে। এ দিন বিচারপতি জানিয়েছেন আগামী সপ্তাহে মঙ্গলবার এই মামলা শোনা হবে।

মঙ্গলবার অর্থাৎ ২৯ জুন পর্যন্ত নারদ মামলার শুনানি পিছিয়ে দেওয়া হল। কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার অর্থাৎ ২৫ জুন সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হবে। তাই ওই দিন পর্যন্ত হাই কোর্টে নারদ মামলার শুনানি আপাতত স্থগিত রাখার অনুরোধ করেছিল শীর্ষ আদালত। তাই বুধবার মামলাটি পিছিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: কসবার সেই ভ্যাক্সিনেশন ক্যাম্পে টিকা নিয়েই খটকা লেগেছিল মিমির! পাকড়াও ‘আইএএস’

অন্যদিকে, সুপ্রিম কোর্টে নারদ মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি অনিরুদ্ধ বসু। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন শুনবেন না তিনি, জানিয়েছেন,  ব্যক্তিগত কারণে এই বাঙালি বিচারপতি মামলা থেকে সরে দাঁড়ালেন। এই মামলায় যুক্ত করা হয় মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীকেও। মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীকে তাঁদের বক্তব্য জানানোর জন্য হলফনামা দিতে বলে আদালত। কিন্তু এই মামলায় সিবিআইয়ের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহেতার সওয়াল শেষ হওয়ার পরে হলফনামা পেশ করেন তাঁরা। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়ে দেন নির্দিষ্ট সময়ের পরে দেওয়ায় মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর হলফনামা গ্রহণ করা হবে না। এরপরই কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে মুখ্যমন্ত্রীর আবেদনের শুনানি হবে।