PM Modi: রাত পোহালেই কলকাতায় মোদী, প্রধানমন্ত্রীর জন্য কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ করছে পুলিশ?

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Dec 29, 2022 | 8:19 PM

PM Modi: সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত কে পি রোড, রেড রোড, আর আর অ্যাভিনিউ, অকল্যান্ড রোড, স্ট্যান্ড রোড, হাওড়া ব্রিজ, কিংসওয়ে, সেন্ট জর্জ গেট রোড-সহ একাধিক রাস্তায় পন্যবাহী যান নিয়ন্ত্রণ করা হবে বলে জানা যাচ্ছে।

PM Modi: রাত পোহালেই কলকাতায় মোদী, প্রধানমন্ত্রীর জন্য কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ করছে পুলিশ?

Follow Us

কলকাতা : রাত পোহালেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। হাওড়া স্টেশনে (Howrah Station) বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat EXpress) উদ্বোধন ছাড়াও শুক্রবার একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। যোগ দেবেন জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও। সূত্রের খবর, আগামীকাল প্রধানমন্ত্রীর সফরের জন্য রাস্তায় ১৪ জন ডিসি পদমর্যাদার অফিসার সহ ১৫০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবে। একইসঙ্গে বেশ কয়েকটি রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে বলে জানা যাচ্ছে। কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত হাওড়া ব্রিজ ও স্ট্র্যান্ড রোডে যান  নিয়ন্ত্রণ করা হবে বলে জানা যাচ্ছে। 

একইসঙ্গে হাওড়া ব্রিজ ও স্ট্র্যান্ড রোডের গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে অন্য পথে। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি বলছে এই দুই রাস্তার বেশিরভাগই যাত্রীবাহী গাড়ি ঘুরপথে চলবে দ্বিতীয় হুগলি সেতু, জওহরলাল নেহেরু রোড দিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পথে। একইসঙ্গে বিকল্প রাস্তা হিসাবে ব্যবহার করা হবে বেন্টিঙ্ক স্ট্রিট-রবীন্দ্র সরণীকে। হাওড়া থেকে কলকাতা অভিমুখে আসা অনেক গাড়িকে ঘুরিয়ে দেওয়া হবে এজেসি বোস রোড-এপিসি রোড দিয়ে। তবে শুধু যাত্রীবাহী গাড়ি নয়। পণ্যবাহী গাড়ি চলাচলও আগামীকাল নিয়ন্ত্রণ করা হবে বলে জানা যাচ্ছে। 

সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত কে পি রোড, রেড রোড, আর আর অ্যাভিনিউ, অকল্যান্ড রোড, স্ট্যান্ড রোড, হাওড়া ব্রিজ, কিংসওয়ে, সেন্ট জর্জ গেট রোড, ক্লাইড রো, ন্যাপিয়ার রোড, হেস্টিংস ক্রসিং, সি জি আর রোড ও দ্বিতীয় হুগলি সেতুতে পণ্যবাহী যান নিয়ন্ত্রণ করা হবে বলে জানা যাচ্ছে। শুক্রবার সকালের উড়ানে দিল্লি থেকে কলকাতা আসছেন মোদী। একাধিক প্রকল্পের উদ্বোধন ও গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার পর সন্ধ্যায় ফের উড়ে যাবেন দিল্লিতে।

Next Article