
কলকাতা: গত ২৪ ঘণ্টা ধরে বঙ্গ রাজনীতির চর্চায় ফুরফুরা শরিফ। আচমকা পীরজাদা কাশেম সিদ্দিকীকে দেওয়া হয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ। এদিকে, গত কয়েক বছর ধরে তৃণমূলের বিরুদ্ধে লড়ছেন আইএসএফ বিধায়ক তথা ফুরফুরার আর এক পীরজাদা নওশাদ সিদ্দিকী। জল্পনা তৈরি হয়েছে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কি ভাঙড়ে নওশাদের বিরুদ্ধে টিকিট দেওয়া হবে কাশেমকে? ফুরফুরায় কি এবার ভাঙন ধরাচ্ছে রাজনীতি? সেই বিষয়ে এবার মুখ খুললেন নওশাদ।
মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ বলেন, ‘পরিবারের মধ্যে কেউ ভাঙন ধরাতে পারবে না। আমাদের পারিবারিক সম্পর্ক খুবই ভাল।’ তবে কাশেম সিদ্দিকীর তৃণমূলে যাওয়াটা বাংলার মানুষ ভাল চোখে দেখছেন না বলেও দাবি করেছেন নওশাদ।
সেই সঙ্গে আইএসএফ বিধায়কের দাবি, তৃণমূল নেতারা নাকি তাঁকে ফোন করে আক্ষেপ করছেন। কাশেমের পদপ্রাপ্তি নিয়ে ঘাসফুলের অন্দরে অসন্তোষ তৈরি হয়েছে বলেও দাবি করেছেন নওশাদ। তিনি বলেন, “রাজনীতির সূত্রে অনেকের সঙ্গেই সৌজন্যের সম্পর্ক আছে। কাল থেকে অনেকে আমাকে ফোন করে বলছে- ‘আমরা এতদিন ধরে রাজনীতিতে আছে, কাশেম হঠাৎ এসে পদে বসে গেল কী করে?'”
কটাক্ষের সুরে নওশাদ বলেন, “বিধায়ক শওকত মোল্লা প্রতিনিয়ত আমাকে হেনস্থা করে চলেছেন। তারপরও পদ পেলেন না। রাজ্য সাধারণ সম্পাদক পদে কখন কাকে বসিয়ে দেয়, বোঝা মুস্কিল।”
কাশেম সিদ্দিকীকে যদি নওশাদের বিরুদ্ধে টিকিট দেওয়া হয়? এই প্রশ্নের উত্তরে নওশাদ বলেন, “আমি তো চাই আমার বিরুদ্ধে আর কেউ নয়, মুখ্যমন্ত্রী প্রার্থী হন।”