AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Naushad Siddiqui: মমতার ক্যাবিনেটের অর্থমন্ত্রী হতে চান নওশাদ, কতদূর পড়াশোনা করেছেন জানেন

ISF MLA: নেতাজি ইন্ডোরের সভা থেকে নওশাদ রাজ্য সরকারকে নানাভাবে নিশানা করেন। বলেন, এ সরকার সবকিছুতেই অর্থের অভাবের কথা বলে। এরপরই নওশাদ ৬ মাসের জন্য অর্থদফতরের দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বলেন, ৬ মাসের জন্য মুখ্যমন্ত্রী তাঁকে এই দায়িত্ব দিক। ভোল বদলে দেবেন অর্থনৈতিক ব্যবস্থার।

Naushad Siddiqui: মমতার ক্যাবিনেটের অর্থমন্ত্রী হতে চান নওশাদ, কতদূর পড়াশোনা করেছেন জানেন
নওশাদ সিদ্দিকী। Image Credit: Facebook
| Updated on: Mar 10, 2024 | 10:58 AM
Share

কলকাতা: আইএসএফের প্রতিষ্ঠাদিবস উপলক্ষে রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল অনুষ্ঠান। আদালতের নির্দেশ মেনে দুপুর আড়াইটে থেকে বিকাল সাড়ে ৪টে অবধি অনুষ্ঠান করে তাঁরা। এই সভার প্রধান বক্তা ছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন আরও একবার লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে লড়ার ইচ্ছা প্রকাশ করেন নওশাদ। জয় নিয়েও আত্মবিশ্বাসের সুর শোনা যায় তাঁর গলায়। ২০২১ সালে প্রথমবার রাজ্য রাজনীতিতে উঠে আসে নওশাদ সিদ্দিকী নামে এক যুবকের নাম। যিনি পীরজাদা আব্বাস সিদ্দিকীর ভাই। সদা হাসিমুখ, ছটফটে চাহুনি, চোখের ভাষায় লুকিয়ে দৃঢ়তা; সেই নওশাদ ২০২১ সালের ভোটে দাঁড়ানোর আগে যে হলফনামা জমা দিয়েছিলেন, তাতে উল্লেখ করেছিলেন তাঁর শিক্ষাগত যোগ্যতাও।

নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় নওশাদ সিদ্দিকী জানিয়েছিলেন, সে সময় তাঁর বয়স ২৮ বছর পূর্ণ হয়েছে। হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরার বাসিন্দা তিনি। অনেকের মনেই প্রশ্ন আছে, নওশাদের শিক্ষাগত যোগ্যতা কী? নওশাদের দেওয়া হলফনামায় উল্লেখ রয়েছে, ২০১৫ সালে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাশ করেন তিনি।

এদিন নেতাজি ইন্ডোরের সভা থেকে নওশাদ রাজ্য সরকারকে নানাভাবে নিশানা করেন। বলেন, এ সরকার সবকিছুতেই অর্থের অভাবের কথা বলে। এরপরই নওশাদ ৬ মাসের জন্য অর্থদফতরের দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বলেন, ৬ মাসের জন্য মুখ্যমন্ত্রী তাঁকে এই দায়িত্ব দিক। ভোল বদলে দেবেন কোষাগারের। নওশাদকে এমনও বলতে শোনা যায়, কেন্দ্রীয় হারে ডিএ পর্যন্ত দিয়ে দেবেন সরকারি কর্মীদের। একইসঙ্গে বলেন, একটিও সমাজকল্যাণমূলক প্রকল্পও বন্ধ হতে দেবেন না তাঁকে অর্থমন্ত্রী করা হলে।