Nawsad Siddique Arrested: গ্রেফতার নওশাদ সিদ্দিকি, আর বিধায়ক সহ ৯৫ ISF কর্মীকে তোলা হবে আদালতে

Nawsad Siddique: বুধবার গ্রেফতার হওয়ার পর জোড়াসাঁকো থানাতেই রাত কাটান নওশাদ সিদ্দিকি। ISF এর অন্য কর্মীরা রাত কাটালেন সেন্ট্রাল ডিভিশনের বিভিন্ন থানায়। পুলিশের কাজে বাধাদান, সরকারি সম্পত্তি নষ্ট করা ও রাস্তা আটকানোর অভিযোগে গ্রেফতার করা হয় বিধায়ককে।

Nawsad Siddique Arrested: গ্রেফতার নওশাদ সিদ্দিকি, আর বিধায়ক সহ ৯৫ ISF কর্মীকে তোলা হবে আদালতে
নওশাদ সিদ্দিকির আন্দোলনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 21, 2025 | 11:02 AM

কলকাতা: SIR ও সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় পথে নামেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিও ও তাঁর দলের কর্মীরা। ধর্মতলায় বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন নওশাদ। এরপর তাঁকে আটক করা হয়। অসুস্থ বোধ করায় বিধায়ককে মেডিক্যাল কলেজে পাঠানো হয় চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দিলে পুলিশ গ্রেফতার করে বিধায়ককে। আজ অর্থাৎ বৃহস্পতিবার (২১ অগস্ট) নওশাদ সহ ৯৫ জনকে তোলা হবে ব্যাঙ্কশাল আদালতে।

বুধবার গ্রেফতার হওয়ার পর জোড়াসাঁকো থানাতেই রাত কাটান নওশাদ সিদ্দিকি। ISF এর অন্য কর্মীরা রাত কাটালেন সেন্ট্রাল ডিভিশনের বিভিন্ন থানায়। পুলিশের কাজে বাধাদান, সরকারি সম্পত্তি নষ্ট করা ও রাস্তা আটকানোর অভিযোগে গ্রেফতার করা হয় বিধায়ককে। আজ যেহেতু ধৃত বিধায়ক সহ বাকি আইএসএফ কর্মীদের আদালতে তোলা হবে,তাই পুলিশ আশঙ্কা করছে গোলমালের। সেজন্য প্রচুর ব্যারিকেড নিয়ে আসা হয়েছে আদালতে। মোতায়েন রয়েছেন প্রচুর পুলিশও।

বুধবার (২০ অগস্ট) নওশাদ সিদ্দিকির নেতৃত্বে আইএসএফ সংশোধিত ওয়াকফ আইন, SIR-এর প্রতিবাদে পথে নামেন। তবে পুলিশের দাবি, এই মিছিলের অনুমতি তাদের কাছ নেয়নি আইএসএফ। এরপর মিছিল ধর্মতলার মেইন রোডের কাছে আসতেই শুরু পুলিশের তরফে মিছিল সরাতে বলা হয়। তবে তাতে রাজি হননি নওশাদ। তারপরই ব্যাপক ধড়পাকড় শুরু করে পুলিশ। নওশাদ সেই সময় দাবি করেন, তাঁর নাকে পুলিশ ঘুষি মেরেছে। যদিও, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় আশ্বাস দেন, এমন ঘটনা ঘটতে তার তদন্ত হবে।