Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nawsad Siddique: হজ হাউজ়ে মদের বোতল! খবর পেয়েই নিউটাউন ছুটলেন নওশাদ, হাতেনাতে ধরলেন সবটা

Nawsad Siddique: এ দিন নওশাদ সামাজিক মাধ্যমে পোস্ট করে অভিযোগ করেন, অনেক দিন ধরেই তাঁর কাছে খবর আসছিল মদীনাতুল হুজ্জাজে মদের বোতল পাওয়া গিয়েছে। এরপর সরেজমিনে খতিয়ে দেখতে বিধায়ক নিজে উপস্থিত হন। তাঁর বক্তব্য, এখানে এর আগে পুলিশ আধিকারিকরা বিশ্রাম নিচ্ছিলেন। তবে কি তাঁরাই? যদিও সেই বিষয়ে কোনও রা কাটেননি বিধায়ক।

Nawsad Siddique: হজ হাউজ়ে মদের বোতল! খবর পেয়েই নিউটাউন ছুটলেন নওশাদ, হাতেনাতে ধরলেন সবটা
হজ হাউসে মদের বোতল?Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Feb 03, 2025 | 3:46 PM

নিউটাউন: হজ হাউজ়ের ভিতরে মিলল মদের বোতল। নিউটাউনে অবস্থিত এই হজ হাউজ়ের ডাস্টবিন থেকে উদ্ধার হয়েছে মদের বোতলগুলি বলে অভিযোগ করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। ইসলাম সম্প্রদায়ের লোকজন পবিত্র হজকে সম্পন্ন করতে নিউটাউনের এই হজ হাউজ়ে বিশ্রাম নেন। এখান থেকেই হজের যাবতীয় কাজকর্ম করা হয়। সেখানকার ডাস্টবিন এই মদের বোতল উদ্ধার হওয়ায় ক্ষুব্ধ নওশাদ। অভিযোগ পেয়ে তড়িঘড়ি পৌঁছলেন সেখানে। ঘুরে ঘুরে খতিয়ে দেখলেন পুরো পরিস্থিতি।

এ দিন নওশাদ সামাজিক মাধ্যমে পোস্ট করে অভিযোগ করেন, অনেক দিন ধরেই তাঁর কাছে খবর আসছিল মদীনাতুল হুজ্জাজে মদের বোতল পাওয়া গিয়েছে। এরপর সরেজমিনে খতিয়ে দেখতে বিধায়ক নিজে উপস্থিত হন। তাঁর বক্তব্য, এখানে এর আগে পুলিশ আধিকারিকরা বিশ্রাম নিচ্ছিলেন। তবে কি তাঁরাই? যদিও সেই বিষয়ে কোনও রা কাটেননি বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুধু লিখেছেন, ” শুনেছি,আমার যাওয়ার আগে পুলিশের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে এসে সবকিছু খতিয়ে দেখে গিয়েছেন। তারপরেও কী করে এই মদের বোতল পড়ে আছে,এটা বোধগম্য হচ্ছে না। শুনেছি এখানে পুলিশ আধিকারিকেরা বিশ্রাম নিচ্ছিলেন…।”

এরপরই নওশাদের স্পষ্ট বার্তা, “আমি মনে করি হাজিদের জন্য তৈরি হওয়া এই পবিত্র স্থান সরকারের অন্যান্য কাজে ব্যবহার করা উচিত নয়। যদি ব্যবহার করা হয়ও,তাহলে জায়গাটির পবিত্রতা সম্পর্কে সচেতন থাকা একান্ত প্রয়োজনীয়। অবিলম্বে এই অনাচার বন্ধ করা হোক।”