Nawsad Siddique: হজ হাউজ়ে মদের বোতল! খবর পেয়েই নিউটাউন ছুটলেন নওশাদ, হাতেনাতে ধরলেন সবটা
Nawsad Siddique: এ দিন নওশাদ সামাজিক মাধ্যমে পোস্ট করে অভিযোগ করেন, অনেক দিন ধরেই তাঁর কাছে খবর আসছিল মদীনাতুল হুজ্জাজে মদের বোতল পাওয়া গিয়েছে। এরপর সরেজমিনে খতিয়ে দেখতে বিধায়ক নিজে উপস্থিত হন। তাঁর বক্তব্য, এখানে এর আগে পুলিশ আধিকারিকরা বিশ্রাম নিচ্ছিলেন। তবে কি তাঁরাই? যদিও সেই বিষয়ে কোনও রা কাটেননি বিধায়ক।

এ দিন নওশাদ সামাজিক মাধ্যমে পোস্ট করে অভিযোগ করেন, অনেক দিন ধরেই তাঁর কাছে খবর আসছিল মদীনাতুল হুজ্জাজে মদের বোতল পাওয়া গিয়েছে। এরপর সরেজমিনে খতিয়ে দেখতে বিধায়ক নিজে উপস্থিত হন। তাঁর বক্তব্য, এখানে এর আগে পুলিশ আধিকারিকরা বিশ্রাম নিচ্ছিলেন। তবে কি তাঁরাই? যদিও সেই বিষয়ে কোনও রা কাটেননি বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুধু লিখেছেন, ” শুনেছি,আমার যাওয়ার আগে পুলিশের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে এসে সবকিছু খতিয়ে দেখে গিয়েছেন। তারপরেও কী করে এই মদের বোতল পড়ে আছে,এটা বোধগম্য হচ্ছে না। শুনেছি এখানে পুলিশ আধিকারিকেরা বিশ্রাম নিচ্ছিলেন…।”
এরপরই নওশাদের স্পষ্ট বার্তা, “আমি মনে করি হাজিদের জন্য তৈরি হওয়া এই পবিত্র স্থান সরকারের অন্যান্য কাজে ব্যবহার করা উচিত নয়। যদি ব্যবহার করা হয়ও,তাহলে জায়গাটির পবিত্রতা সম্পর্কে সচেতন থাকা একান্ত প্রয়োজনীয়। অবিলম্বে এই অনাচার বন্ধ করা হোক।”

