NEET: নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কলকাতা যোগ, এবার নিউটাউনের ফ্ল্যাটে হানা CBI-এর

NEET: খুব প্রাথমিক স্তরে এই তদন্ত। জানা যাচ্ছে, সিবিআই তদন্তভার গ্রহণ কারর পর গত সপ্তাহে ঝাড়খণ্ড থেকে নিট কেলেঙ্কারিতে ৬ জনতে গ্রেফতার করে। সেই ৬ জনতে জিজ্ঞাসাবাদ করেই নিউটাউনের এক অভিজাত আবাসনের বাসিন্দার নাম উঠে আসে। তাঁর খোঁজে সিবিআই-এর স্পেশ্যাল ইউনিটের দল নিউটাউনে আসে।

NEET: নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কলকাতা যোগ, এবার নিউটাউনের ফ্ল্যাটে হানা CBI-এর
নিউটাউনের আবাসনে তল্লাশিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 03, 2024 | 4:52 PM

কলকাতা: নিট প্রশ্নফাঁসকাণ্ডে এবার কলকাতার নিউটাউন-যোগ। ঝাড়খণ্ডে নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে নিউটাউনের একটি আবাসনে তল্লাশি চালায় সিবিআই। ঝাড়খণ্ড কানেকশনেই নাম উঠে আসে কলকাতার। সূত্রের খবর এই মামলায় গ্রেফতার হওয়া অমিত কুমারের ফ্ল্যাট রয়েছে নিউটাউনের ওই অভিজাত আবাসনে। সূত্রের খবর বুধবার সিবিআই আধিকারিক  পৌঁছন অমিত কুমারের ফ্ল্যাটে।

সূত্রের খবর, খুব প্রাথমিক স্তরে এই তদন্ত। জানা যাচ্ছে, সিবিআই তদন্তভার গ্রহণ কারর পর গত সপ্তাহে ঝাড়খণ্ড থেকে নিট কেলেঙ্কারিতে ৬ জনতে গ্রেফতার করে। সেই ৬ জনতে জিজ্ঞাসাবাদ করেই নিউটাউনের এক অভিজাত আবাসনের বাসিন্দার নাম উঠে আসে। তাঁর খোঁজে সিবিআই-এর স্পেশ্যাল ইউনিটের দল নিউটাউনে আসে। অমিতের সঙ্গে নিট কেলেঙ্কারির কী যোগ, সরাসরিভাবে তিনি কতটা যুক্ত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এর আগে বিহারের প্রশ্নপত্র ফাঁসের মামলায় বিহার পুলিশ তিন জনকে গ্রেফতার করেছিল। সেখানে মূল পাণ্ডা ছিল সঞ্জীব মুখিয়া। আবার এক্ষেত্রে নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে মুখ্য মাথা হিসাবে উঠে আসছে সঞ্জীব মুখিয়ার নামই।

সিবিআই সূত্রে খবর, চার দফায় তদন্ত চলবে। প্রশ্নপত্র তৈরি, ছাপানো থেকে শুরু করে, দেশের বিভিন্ন প্রান্তে প্রন্ত পৌঁছে দেওয়া-সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তকারীদের হাতে রয়েছে সন্দেহভাজন হাজারখানের নাম ও ফোন নম্বর।