CBI: ডার্ক নেট থেকে টেলিগ্রাম, প্রবেশিকা ‘কেলেঙ্কারি’ আর কোন কোন পথে, খুঁজবে সিবিআই

সুজয় পাল | Edited By: সায়নী জোয়ারদার

Jun 24, 2024 | 12:09 PM

CBI: নিট পরীক্ষায় দুর্নীতির তদন্তভার নেওয়ার পর বিহার ও গুজরাট পুলিশের থেকে মামলার নথি সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। দুই রাজ্য পুলিশের গ্রেফতার করা অভিযুক্তদেরও নিজেদের হেফাজতে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের নিয়ে যাওয়া হবে দিল্লিতে সিবিআই দফতরে।

CBI: ডার্ক নেট থেকে টেলিগ্রাম, প্রবেশিকা কেলেঙ্কারি আর কোন কোন পথে, খুঁজবে সিবিআই
আরজিকরের তদন্ত শুরু
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ডাক্তারির প্রবেশিকা নিট (NEET)-এর প্রশ্ন ফাঁস তদন্তে নিজস্ব সাইবার টিমেরও সাহায্য নিচ্ছে সিবিআই। সিবিআইয়ের নজরে একাধিক টেলিগ্রাম চ্যানেল। কোন কোন টেলিগ্রাম চ্যানেলে প্রশ্ন ফাঁস, সেগুলির অ্যাডমিনদের খোঁজ শুরু হয়েছে। ডার্ক নেটে প্রশ্ন ফাঁস তদন্তেও সাইবার বিশেষজ্ঞরা।

নিট পরীক্ষায় দুর্নীতির তদন্তভার নেওয়ার পর বিহার ও গুজরাট পুলিশের থেকে মামলার নথি সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। দুই রাজ্য পুলিশের গ্রেফতার করা অভিযুক্তদেরও নিজেদের হেফাজতে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের নিয়ে যাওয়া হবে দিল্লিতে সিবিআই দফতরে।

প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় এফআইআর করা হয়েছে এই মামলায়। শিক্ষামন্ত্রকের তরফে তদন্তভার সিবিআইকে দেওয়ার পরই তারা বিশেষ দল গঠন করেছে। তদন্তভার পাওয়ার পরই নির্দিষ্ট যে রাজ্যগুলিতে মামলা রুজু হয়েছে, সেইসব জায়গায় সিবিআইয়ের বাছাই করা টিম যাচ্ছে। পটনা, গোধরায় যাচ্ছে বিশেষ টিম। সংশ্লিষ্ট রাজ্যে তদন্তকারী টিম যে তদন্ত শুরু করেছে, তারা যে গ্রেফতার করেছে, নথি সংগ্রহ করেছে, সমস্ত এ সংক্রান্ত নথি সংগ্রহ করবে বিশেষ টিম।

ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানার চেষ্টা করবে কীভাবে এই দুর্নীতি হয়েছে? এর সঙ্গে কে বা কারা জড়িত? মাস্টারমাইন্ডই বা কে? আর কোন কোন রাজ্যে এই দুর্নীতির জাল ছড়িয়ে পড়েছে, সেটাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এর আগে নেটের ক্ষেত্রেও তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। পরবর্তীতে দেখা যায় নিটের তদন্তভারও তাদের হাতেই দেওয়া হয়েছে।

Next Article