Nepal Floods: জল থইথই হিমালয়ের কোল, আকাশ ঢেকেছে ধোঁয়ায়! বিপদ বুঝে কলকাতায় নামল বিমান

Kolkata Airport: কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এদিন দোহা থেকে কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল ওই সংশ্লিষ্ট বিমানটি। যাতে যাত্রী ও কেবিন ক্রিউ-সহ মোট সওয়ারী ছিলেন ৩১৪ জন। কিন্তু নেপালের আকাশে ঢুকতেই বিপাকে পড়ে যায় বিমানটি। চোখের সামনে সব ধোঁয়া ধোঁয়া হয়ে যায় বললেই চলে।

Nepal Floods: জল থইথই হিমালয়ের কোল, আকাশ ঢেকেছে ধোঁয়ায়! বিপদ বুঝে কলকাতায় নামল বিমান
প্রতীকী ছবিImage Credit source: PTI

| Edited By: Avra Chattopadhyay

Oct 05, 2025 | 3:14 PM

কলকাতা: চোখের সামনেই সবটাই ঝাপসা, আবহাওয়া এতটাই বেগতিক যে এক মুহূর্তও ওড়া সম্ভব হল না। ফলত অভিমুখ ঘুরিয়ে তড়িঘড়ি নেমে পড়তে হল কলকাতা বিমানবন্দরে। রবিবার মধ্যরাতে কাঠমাণ্ডু যাওয়ার পথে কলকাতাতেই জরুরী অবতরণ একটি আন্তর্জাতিক বিমানের।

কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এদিন দোহা থেকে কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল ওই সংশ্লিষ্ট বিমানটি। যাতে যাত্রী ও কেবিন ক্রিউ-সহ মোট সওয়ারী ছিলেন ৩১৪ জন। কিন্তু নেপালের আকাশে ঢুকতেই বিপাকে পড়ে যায় বিমানটি। চোখের সামনে সব ধোঁয়া ধোঁয়া হয়ে যায় বললেই চলে।

ক্রমাগত বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। কোনও মতেই থামছে না বৃষ্টিও। এই পরিস্থিতি আকাশের অবস্থাও খুব একটা ভাল নেই। যার জেরে কাঠমাণ্ডুতে প্রবেশ করতে পারে না ওই আন্তর্জাতিক বিমানটি। খারাপ আবহাওয়ার কারণে অভিমুখ ঘুরিয়ে সেটি ঢুকে পড়ে কলকাতার আকাশে। যোগাযোগ করের শহরের আকাশ নিয়ন্ত্রক বা কলকাতার এয়ার ট্র্যাফিক সার্ভিস (এটিএস)-র সঙ্গে। তারপর মধ্যরাতেই জরুরি অবতরণ করে কলকাতা বিমানবন্দরে।

প্রসঙ্গত শুক্রবার থেকে তীব্র বৃষ্টিপাত শুরু হয়েছে হিমালয়ের কোলের ওই দেশে। নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টি, পরবর্তীতে হড়পা বানের মতো পরিস্থিতি। ফুঁসছে নেপালের কোশী, গণ্ডক, বাগমতীর মতো একাধিক নদী। জলস্তর পেরিয়েছে বিপদসীমা। আর নেপালের এই বৃষ্টির জেরে ভুগছে বাংলা-বিহারও। পরিস্থিতি এতটাই লাগামহীন যে ইতিমধ্যেই নেপালে দু’দিনের ছুটি ঘোষণা করেছে সেখানকার অন্তর্বর্তী সরকার।

নেপালের পুলিশ-প্রশাসন জানিয়েছে, বানভাসী, বৃষ্টির কারণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ জনের। আহত হয়েছেন ১৩ জন। তবে এই সংখ্য়া যে এখানেই থেমে থাকবে এমনটা নয়। ক্রমাগত বৃষ্টি আরও প্রাণ কাড়তে পারে বলেই মনে করছে একাংশ। ঘরছাড়া বহু মানুষ। ইতিমধ্যে তাদের সেফ হাউসে পাঠিয়েছে নেপালের অন্তর্বর্তী সরকার। শুক্রবার রাত থেকে বৃষ্টির তীব্রতার বাড়ার সঙ্গে সঙ্গেই কোশী জলাধারের ৫৬টি গেটই খুলে দিয়েছে প্রশাসন। যার জেরে হুড়মুড়িয়ে নদী বেয়ে নেমে আসছে জল।