মাদক কাণ্ডে গ্রেফতার আরও এক রাকেশ ঘনিষ্ঠ

মাদক কাণ্ডে (New Alipore Drug Case) পুলিশের জালে আরও এক রাকেশ (Rakesh Singh) ঘনিষ্ঠ। তাঁকে দিয়েই পুলিশের কাছে খবর পাঠিয়েছিলেন রাকেশ।

মাদক কাণ্ডে গ্রেফতার আরও এক রাকেশ ঘনিষ্ঠ
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Mar 07, 2021 | 11:53 AM

কলকাতা:  মাদককাণ্ডে (New Alipore Drug Case) তদন্তকারীদের জালে বিজেপি নেতা রাকেশ সিং (BJP Leader Rakesh Singh) ঘনিষ্ঠ আরও এক জন। ধৃতের নাম আরিয়ান দেব সিং। বছর বিয়াল্লিশের আরিয়ানকে নিউ আলিপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

তদন্তে জানা গিয়েছে, পামেলা গোস্বামীর (Pamela Goswami) গাড়িতে যে মাদক রাখা হয়েছে, তা সেদিন আরিয়ান দেব সিংয়ের মাধ্যমেই পুলিশের কাছে খবর পাঠিয়েছিলেন রাকেশ সিং। ড্রাগ কাণ্ডে ইতিমধ্যেই বিজেপি নেতা অমৃত সিংকে নিয়ে টুইস্ট ঘটেছে। অমৃত সিং কীভাবে পুলিশের চোখ এড়িয়ে পালাল তাই নিয়ে প্রশ্ন উঠেছে। তাই এবার নজরে নিউ আলিপুর থানার পুলিশের ভূমিকা। গোটা ঘটনার তদন্ত করছেন লালবাজারের গোয়েন্দারা। জানা গিয়েছে, ঘটনার দিন উপস্থিত পুলিশ কর্মীদেরও ডাক পড়তে পারে লালবাজারে।

পুলিশ সূত্রেই খবর, নিউ আলিপুরে বিজেপি নেত্রী পামেলা গোস্বামী গ্রেফতার হওয়ার সময় তাঁর গাড়িতে ছিলেন অমৃত। পুলিশ যখন পামেলাকে ধরার চেষ্টা করছে, তখন গাড়ি থেকে নেমে জনৈক সূরযের স্কুটারে পালিয়ে যান তিনি। আগে থেকেই সূরয ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। অমৃতের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করছে লালবাজার। সূরযের স্কুটারেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অমৃত সিংহ নামে এক বিজেপি নেতা। পুলিশ সূত্রে খবর, মাদক মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাকেশ ঘনিষ্ঠ অমৃতের।

আরও পড়ুন: মোদী-ব্রিগেডে রেকর্ড গরমের সাক্ষী থাকবে কলকাতা!

প্রশ্ন উঠছে, তা হলে কি রাকেশের ‘নির্দেশ’-এই পামেলার গাড়িতে মাদক রেখেছিলেন অমৃত? তার চেয়েও বড় প্রশ্ন, যেখানে আগে থেকে খবর পেয়ে পামেলার গাড়ি ঘিরে ধরেছিল পুলিশ সেখানে কীভাবে পালাল অমৃত সিং? কেন ঠিক সময়ে পৌঁছে অমৃত সিংহকে ধরতে পারল না নিউ আলিপুর পুলিশ? কীভাবে এত দ্রুত ফোর্স নিয়ে সেখানে পুলিশ পৌঁছোল, এসবই খতিয়ে দেখছে লালবাজার। এক্ষেত্রে পামেলার আনা ষড়যন্ত্রের অভিযোগও খতিয়ে দেখবেন গোয়েন্দারা।