বাগুইআটি: শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বাগুইআটিতে। দেশবন্ধু পৌর হাসপাতালে তুমুল বিক্ষোভ শিশুর পরিবারের। বাগুইআটি থানায় হাসপাতালের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছে মৃত শিশুর পরিবার।
মৃত শিশুর পরিবারের দাবি, গত ১৩ অগস্ট অর্থাৎ রবিবার বিকেলে নারায়ণপুর কাদিহাটির বাসিন্দা সুপ্রিয়া চক্রবর্তী প্রসব যন্ত্রণা নিয়ে বাগুইহাটি দেশবন্ধু নগর পৌর হাসপাতালে ভর্তি হন। সোমবার সকালে সন্তানের জন্ম দেন ওই মহিলা। পরিবারের অভিযোগ, হাসপাতালের তরফে সদ্যোজাতকে দেখা করতে দেওয়া হয়নি। বারংবার হাসপাতালের তরফে জানানো হয় সদ্যোজাতর শরীরে ভাইরাস প্রবেশ করতে পারে। সেজন্য দেখা করতে দেওয়া হবে না। এরপর বুধবার রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয় এবং গভীর রাতে বাচ্চাটির মৃত্যু হয়।
পরিবারের দাবি, বুধবার মৃত্যু হলেও তাদের খবর দেওয়া হয়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় তাঁদের জানানো হয়েছে শিশু মৃত্যুর খবর। মৃতের পরিবারের অভিযোগ, সম্পূর্ণ হাসপাতালের গাফিলতিতে মৃত্যু হয়েছে তাঁদের সন্তানের। এই বিষয়ে মৃতের পরিবারের এক সদস্য বলেন, “আমরা এতদিন জানলাম বাচ্চা সুস্থ। আর এখন বলছে মারা গিয়েছে। কালকে রাত্রিবেলা বাচ্চা অসুস্থ হয়েছে তাও জানানো হয়নি আমাদের।”
এই ঘটনার জেরে হাসপাতালে বিক্ষোভ দেখায় শিশুর পরিবার। সন্তানের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন তার বাবা তন্ময় চক্রবর্তী। তাঁকেও ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, প্রথমে থানায় অভিযোগ করতে এলেও অভিযোগ নেওয়া হয়নি। এই মুহূর্তে চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে তারা বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করছে। যদিও এই ঘটনায় হাসপাতালের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।