কলকাতা: বাগুইআটি এলাকায় বসবাসকারী এক বৃদ্ধার বাড়ির জল আটকে ছিল। সেই কারণে নালা পরিষ্কার করতে যান তিনি। আর কাছে যেতেই রীতিমতো আঁতকে উঠলেন। দেখলেন নর্দমায় পড়ে একটি শিশুর হাত। দ্রুত এলাকাবাসীকে ডাকার পাশাপাশি খবর দেন স্থানীয় ক্লাবে। পরে পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানার বিধাননগর পুরো নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের উদয়ন পল্লী এলাকার ঘটনা। সেখানে দু’টি বাড়ির মাঝখানের নালা থেকে উদ্ধার হয়েছে সদ্যোজাত শিশু কন্যার দেহ। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এলাকার এক বৃদ্ধা লক্ষ্য করেন তাঁর বাড়ির জল আটকে গিয়েছে। সেই সময় তিনি নালা পরিষ্কার করতে যান। গিয়ে দেখেন একটি শিশুর পা ভাসছে নর্দমায়। দ্রুত তিনি খবর দেন প্রতিবেশীদের। খবর দেওয়া হয় ক্লাবেও। তারা গিয়ে বাগুইআটি থানার পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে শিশুটির দেহ উদ্ধার করে। দেহটিকে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সদ্যজাত
তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানতে পারা যায়নি। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এলাকার কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুই বলেন, “আমরা সকাল সাতটা নাগাদ খবর পেয়ে পুলিশকে বিষয়টি জানাই। খবর পেয়ে বাগুইআটি থানা আসে। তারা উদ্ধার করে নিয়ে যায় সদ্যোজাতকে।”