Covid Bulletin: এক ধাক্কায় কমল রাজ্যের দৈনিক সংক্রমণ, নমুনা পরীক্ষাও সংখ্যায় কম

Corona in Bengal: কলকাতায় সংক্রমণও কিছুটা কমেছে। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৯৩ জন।

Covid Bulletin: এক ধাক্কায় কমল রাজ্যের দৈনিক সংক্রমণ, নমুনা পরীক্ষাও সংখ্যায় কম
কিছুটা কমল রাজ্যের সংক্রমণ। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 17, 2022 | 12:14 AM

কলকাতা: রাজ্যে ফের কিছুটা কমল সংক্রমণ। রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৩৮ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৯ হাজার ৯৭৩ জন। সুস্থতার হার ৯০.৪৯ শতাংশ। পজিটিভিটি রেট ২৭.৭৩ শতাংশ। উল্লেখযোগ্যভাবে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষাও অনেকটাই কম হয়েছে। সংখ্যাটা ৫৩ হাজার ৮৭৬। শনিবার রাজ্যে করোনা আক্রান্ত হন ১৯ হাজার ৬৪ জন।

কলকাতায় সংক্রমণও কিছুটা কমেছে। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৯৩ জন। তবে মহানগরেই মৃত্যু হয়েছে ১২ জনের। উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৫। ৩ জনের প্রাণ গিয়েছে দক্ষিণ ২৪ পরগনায়।

কোন জেলায় কত আক্রান্ত এক নজরে…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২ জন। মৃত্যু: শনিবার-১রবিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৪৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮২ জন। মৃত্যু: শনিবার-০রবিবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: শনিবার-০রবিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৩১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-২।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৭ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-১।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৭৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৪৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

নদিয়া– গতকাল আক্রান্ত ৭৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

বীরভূম– গতকাল আক্রান্ত ৮০০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬০ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-৩।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৩ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৩৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১৯০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৭৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১৬ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-২।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৮৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮১ জন। মৃত্যু: শনিবার-৩, রবিবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ১০০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৭৮ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-৪।

হুগলি– গতকাল আক্রান্ত ১০৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩১ জন। মৃত্যু: শনিবার-৩, রবিবার-১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৩৪৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৯৪ জন। মৃত্যু: শনিবার-১০, রবিবার-৫।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১২৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৮৯ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-৩।

কলকাতা– গতকাল আক্রান্ত ৪৮৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২৬৭ জন। মৃত্যু: শনিবার-১২, রবিবার-১২।

আরও পড়ুন: প্রয়াত নাট্য ব্যক্তিত্ব শাঁওলি মিত্র, ইচ্ছাপত্র মেনেই শেষকৃত্য নিভৃতে