Covid Bulletine: নমুনা পরীক্ষা বাড়তেই লাফ সংক্রমণে! রাজ্যে ২৪ ঘণ্টায় ২১ হাজারের বেশি করোনা আক্রান্ত

Covid Spike: গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮ হাজার ৩৭ জন। সুস্থতার হার ৯৩.২০ শতাংশ।

Covid Bulletine: নমুনা পরীক্ষা বাড়তেই লাফ সংক্রমণে! রাজ্যে ২৪ ঘণ্টায় ২১ হাজারের বেশি করোনা আক্রান্ত
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বার্তা কেন্দ্রের। ছবি পিটিআই।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2022 | 7:36 PM

কলকাতা: ফের রাজ্যের করোনা সংক্রমণে বড় লাফ। গত ২৪ ঘণ্টায় আবারও সংক্রমণ ২০ হাজার পার করে গেল। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৯৮ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের। মঙ্গলবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৬ হাজার ৫৬৫। মহানগরে করোনার বলি হয়েছেন ৬ জন। সংক্রমণ ও মৃত্যু নিরিখে কলকাতার পরই রয়েছে উত্তর ২৪ পরগনার নাম। এখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৬ জন। মৃত্যু হয়েছে ৫ জনের।

গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮ হাজার ৩৭ জন। সুস্থতার হার ৯৩.২০ শতাংশ। একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫২১০টি। পজিটিভিটি রেট ৩২.৩৫ শতাংশ। উল্লেখযোগ্যভাবে গত ২৪ ঘণ্টায় নদিয়ায় সংক্রমণের বলি হয়েছেন ২ জন। হাওড়ায় মৃতের সংখ্যা ৩, দক্ষিণ ২৪ পরগনায়ও ৩ জন করোনার বলি হয়েছেন।

কোন জেলায় কত আক্রান্ত এক নজরে…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৩৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৯ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০, মঙ্গলবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১০৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৩০৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৩ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৩৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৫৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-২।

বীরভূম– গতকাল আক্রান্ত ৬৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৬১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১০ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১০০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯৮ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ১৬২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৩৭ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার-১, মঙ্গলবার-৩।

হুগলি– গতকাল আক্রান্ত ৯৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭৭ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৪২৯৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৩৪ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-৫।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১২৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০০ জন। মৃত্যু: সোমবার-৩, মঙ্গলবার-৩।

কলকাতা– গতকাল আক্রান্ত ৫৫৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩০৪৯ জন। মৃত্যু: সোমবার-৪, মঙ্গলবার-৬।

আরও পড়ুন: SSC Chairman: হাইকোর্টের সুপারিশ মেনে বদল! এসএসসির নতুন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার