Corona Update: ফের বাড়ছে সংক্রমণ, এবার এক লাফে অনেকটা বাড়ল পজিটিভিটি রেট

Bengal Bulletine: রবিবারের বুলেটিনে পজিটিভিটি রেট ছিল ২.৩০ শতাংশ।

Corona Update: ফের বাড়ছে সংক্রমণ, এবার এক লাফে অনেকটা বাড়ল পজিটিভিটি রেট
বঙ্গের করোনা পরিস্থিতি একনজরে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2021 | 9:03 PM

কলকাতা: উদ্বেগ বাড়িয়ে রাজ্যে আবারও ঊর্ধ্বমুখী করোনা (Covid19) আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বেড়েছে পজিটিভিটি রেটও। সোমবার বাংলায় পজিটিভিটি রেট ৩ শতাংশ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬৯০ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। শহর কলকাতাতেও মাথাচাড়া দিচ্ছে করোনা। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ১৯৪ জন। মৃত ২। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ৬৮৩ জন। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ২৩ হাজার ১৯টি।

শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪৪৩ জন। মৃত্যু হয়েছিল ১০ জনের। রবিবারের বুলেটিনে সংক্রমিতের সংখ্যা বেড়ে হয় ৬২৪ জন। মৃত্যু হয় ১৪ জনের। পজিটিভিটি রেট ছিল ২.৩০ শতাংশ।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার- গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০।

কোচবিহার- গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০।

দার্জিলিং- গতকাল আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩০ জন। রবিবার মৃত্যু-১, সোমবার মৃত্যু-০ ।

কালিম্পং- গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০।

জলপাইগুড়ি- গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০।

উত্তর দিনাজপুর- গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-১।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০ ।

মালদহ-গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০ ।

মুর্শিদাবাদ- গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০ ।

নদিয়া- গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। রবিবার মৃত্যু-৩, সোমবার মৃত্যু-২ ।

বীরভূম- গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০ ।

পুরুলিয়া- গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০ ।

বাঁকুড়া- গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০।

ঝাড়গ্রাম- গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০।

পশ্চিম মেদিনীপুর- গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০।

পূর্ব মেদিনীপুর- গতকাল আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ জন ১৯। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০ ।

পূর্ব বর্ধমান- গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০ ।

পশ্চিম বর্ধমান- গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-০ ।

হাওড়া- গতকাল আক্রান্ত ৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩ জন।রবিবার মৃত্যু-০, সোমবার মৃত্যু-২ ।

হুগলি- গতকাল আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৭ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩ জন। রবিবার মৃত্যু-২, সোমবার মৃত্যু-২।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৭ জন। রবিবার মৃত্যু-৩, সোমবার মৃত্যু-৩ ।

দক্ষিণ ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। রবিবার মৃত্যু-১, সোমবার মৃত্যু-০ ।

কলকাতা- গতকাল আক্রান্ত ১৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৪ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৯ জন। রবিবার মৃত্যু-৪, সোমবার মৃত্যু-২।

আরও পড়ুন: Jago Bangla: ‘সপ্তমীতেই শারদ সংখ্যা শেষ! নতুন করে ছাপতে হল জাগো বাংলার পুজো সংখ্যা’