বাংলায় একদিনে আক্রান্ত ১৮ হাজার ৪২২, মৃত ১৫৬

May 23, 2021 | 11:37 PM

তবে সার্বিক ভাবে দেশের করোনার (COVID-19) যে চিত্র তা কিছুটা স্বস্তির। বাড়ছে সুস্থতার হার, কমছে আক্রান্ত রোগীর সংখ্যা।

বাংলায় একদিনে আক্রান্ত ১৮ হাজার ৪২২, মৃত ১৫৬
পুজোর মুখে করোনার তৃতীয় ঢেউ নিয়ে একটা আতঙ্ক রয়েই গিয়েছে। টিকাকরণ হলে বড় বিপদের ঝুঁকি কম ঠিকই। কিন্তু সংক্রমণ হবে না, এমন কথা কোনও বিশেষজ্ঞই দেননি। ফলে শিশু কিংবা যাঁদের বয়স বেশি বা কোমর্বিডিটি রয়েছে, তাঁদের কাছে নতুন করে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।

Follow Us

কলকাতা: দৈনিক সংক্রমণ (COVID-19) সামান্য কমলেও উদ্বেগ জিইয়ে রেখেছে মৃত্যুর হার। রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৪২২ জন। মৃত্যু হয়েছে ১৫৬ জনের। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্ত হলেন ১২,৬৭,০৯০ জন। মৃত্যু হল ১৪,৩৬৪ জনের। একইসঙ্গে গত একদিনে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪২৯ জন।

দৈনিক সংক্রমণে প্রথমেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭৭১ জন। মৃত্যু হয়েছে ৪৬ জনের। কলকাতায় দৈনিক সংক্রমিতের সংখ্যা ৩ হাজার ৫৬ জন। মৃত্যু হয়েছে ৪৬ জনের। সংক্রমণের নিরিখে উদ্বেগজনক পরিস্থিতি হুগলি, হাওড়া, নদিয়ার। আবার গত ২৪ ঘণ্টায় মৃত্যুর নিরিখে চিন্তা বাড়াচ্ছে মুর্শিদাবাদ। এখানে গত একদিনে করোনার বলি হয়েছেন ১০ জন।

আরও পড়ুন: ‘আমি মুখ দেখাতে পারি না ওদের কাছে’, কেন্দ্রের নিরাপত্তা ছেড়ে বললেন লকেট

তবে সার্বিক ভাবে দেশের করোনার যে চিত্র তা কিছুটা স্বস্তির। বাড়ছে সুস্থতার হার, কমছে আক্রান্ত রোগীর সংখ্যা। তবে মৃত্যুর হার এখনও সে ভাবে কমেনি বললেই চলে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪০ হাজার ৮৪২ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪১ জনের। একদিনেই সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৫ হাজার ১০২ জন।

 

Next Article