Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

COVID Update: একদিনে সংক্রমণ কিছুটা কম, ভাবাচ্ছে পজিটিভিটি রেট!

Covid-19: কলকাতায় রবিবারের তুলনায় সংক্রমণ কিছুটা কমেছে। তবে মৃত্যু বেড়েছে এক লাফে।

COVID Update: একদিনে সংক্রমণ কিছুটা কম, ভাবাচ্ছে পজিটিভিটি রেট!
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2021 | 9:40 PM

কলকাতা: দৈনিক সংক্রমণের (Covid-19) পরিসংখ্যানে কিছুটা স্বস্তি হলেও, উদ্বেগ জিইয়ে রাখছে পজিটিভিটি রেট। সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬১৫ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। সুস্থ হয়েছেন ৬৭৬ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৭ হাজার ৯৪৫। নমুনা পরীক্ষা হয়েছে ২৬ হাজার ৩০৬টি। পজিটিভি রেট ২.৩৪ শতাংশ।

রবিবারের বুলেটিন অনুযায়ী, পজিটিভিটি রেট ছিল ১.৮২ শতাংশ। এই সময়ের মধ্যে নমুনা পরীক্ষা হয়েছিল ৪০ হাজারের কিছু বেশি। অথচ সোমবারের বুলেটিনে নমুনা পরীক্ষা কমলেও পজিটিভিটি রেট কিন্তু উপরের দিকেই।

এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কেমন রয়েছে করোনা পরিস্থিতি…

আলিপুরদুয়ার– গতকাল করোনা আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ২১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ১৮ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-২।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ২১ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-১।

হাওড়া– গতকাল আক্রান্ত ৫৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-১।

হুগলি– গতকাল আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৫ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৪৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৭ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার-৪।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৬ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার-০।

কলকাতা– গতকাল আক্রান্ত ২১৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৫ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-৫।

আরও পড়ুন:  SSKM Nurses Agitation: ‘স্বাস্থ্য ব্যবস্থা বিঘ্নিত’ করে হাসপাতাল চত্বরে আন্দোলনে নার্সরা, হাইকোর্টে দায়ের মামলা