রাজ্যে একদিনে সংক্রমিত ১৭ হাজার ৫০১, মৃত ৯৮! সচেতন হোন, আবেদন চিকিৎসকদের

কলকাতাতেই গত ২৪ ঘণ্টায় করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৯০ জন।

রাজ্যে একদিনে সংক্রমিত ১৭ হাজার ৫০১, মৃত ৯৮! সচেতন হোন, আবেদন চিকিৎসকদের
ছবি পিটিআই।
Follow Us:
| Updated on: May 03, 2021 | 9:04 PM

কলকাতা: উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের করোনা (COVID-19) পরিস্থিতি। দৈনিক মৃত্যুতে কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫০১ জন। মৃত্যু হয়েছে ৯৮ জনের। এরমধ্যে উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২৩ জনের। কলকাতায় সংখ্যাটা ২১।

রবিবারই একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। তৃতীয়বারের জন্য এ রাজ্যে সরকার গড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ৫ মে মমতার শপথগ্রহণ। ৬ মে শপথ নেবেন বাকি বিধায়করা। তবে রবিবারই মমতা জানিয়ে দিয়েছেন, এখনই কোনও বিজয়োৎসব নয়। কোনও জমায়েতও নয়। রাজ্যের লাগামছাড়া করোনা পরিস্থিতিতে চিন্তিত তিনিও।

আরও পড়ুন: বিজেপি নেতার মাকে টাঙ্গির কোপ, আহত বাবাও! ফল প্রকাশের পরই রক্তাক্ত বাংলা

অন্যদিকে সুপ্রিম কোর্টও বাংলা-সহ একাধিক রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে ভাবিত। সে কারণেই রাজ্য ও কেন্দ্রকে সবরকম চিন্তাভাবনাই করতে বলেছে। এ রাজ্যে ইতিমধ্যেই ‘আংশিক লকডাউন’ জারি হয়েছে। বিনোদনমূলক কোনও জমায়েতই নিষিদ্ধ। চলবে না মিটিং, মিছিল, রাজনৈতিক সমাবেশও।

এখনও অবধি বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৮০ হাজার ৮৯৪ জন। মোট মৃত্যুর সংখ্যা ১১ হাজার ৬৩৭। কলকাতাতেই গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৯০ জন। উত্তর ২৪ পরগনায় ৩ হাজার ৯৬৫ জন। নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়ার পরিস্থিতিও বেশ চিন্তার।

হাওড়ায় একদিনে আক্রান্ত ৯৯০ পশ্চিম বর্ধমানে একদিনে আক্রান্ত ৯৬৪ নদিয়ায় একদিনে আক্রান্ত ৮৯৪ বীরভূম একদিনে আক্রান্ত ৮৩৩ হুগলিতে একদিনে আক্রান্ত ৮০৪

চিকিৎসকরা বলছেন, এখনও মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। শুধু মাস্ক বা স্যানিটাইজার ব্যবহার করে কেউ যদি ভিড়ে গিয়ে বসে থাকেন তা হলে তা কখনওই বিপদমুক্তির পথ নয়। ভোটের ফল প্রকাশের পর বিভিন্ন জায়গায় ছোটখাটো জমায়েত লক্ষ্য করা যাচ্ছে। এগুলি বিপদও বাড়াচ্ছে।