বন্ধ লোকাল ট্রেন, আজ থেকে আর কোন কোন নিয়ম জারি রাজ্যে

বুধবারই একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। বিধি নিষেধ চালু হচ্ছে রাজ্যের বিভিন্ন সেক্টরে।

বন্ধ লোকাল ট্রেন, আজ থেকে আর কোন কোন নিয়ম জারি রাজ্যে
প্রতীকি ছবি
Follow Us:
| Updated on: May 06, 2021 | 7:51 AM

কলকাতা: ক্ষমতায় এসে কোভিড নিয়ন্ত্রণকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো বুধবার শপথ নিয়েই একগুচ্ছ নির্দেশিকার ঘোষণা করেন তিনি। রাজ্যে লকডাউন জারি করার পক্ষে নন মমতা। তবে, একাধিক বিধি-নিষেধ জারি করে কোভিড মোকাবিলার বার্তা দিয়েছেন তিনি। বুধবার নবান্ন থেকে প্রকাশিত সেই নির্দেশিকা অনুযায়ী, বৃহস্পতিবার থেকে একাধিক নিয়ম-বিধি চালু হচ্ছে রাজ্যে।

একনজরে দেখা নেওয়া যাক কী থাকছে সেই তালিকায়:

১. বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ রাজ্যের সব লোকাল ট্রেন। মমতার ঘোষণার পর বুধবার সন্ধেয় ট্রেন বন্ধ থাকার কথা ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। এ দিন সকাল থেকে স্টেশনগুলি কার্যত ফাঁকা। ভিড় ট্রেনে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছিল বলেই এমন সিদ্ধান্ত।

২. সময় কমানো হল ব্যাংকের। সকাল ১০ টা থেকে ২ টো পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। মাসের সব শনিবারে বন্ধ রাখা হবে ব্যাংক। ব্যাংককর্মীদের মধ্যেই সংক্রমণ বাড়ার সম্ভাবনা বাড়ছিল।

৩. বিয়ে বা অন্য কোও অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না। জমায়েতের জন্য অনুমতি নিতে হবে।

৪. বেসরকারি অফিসের ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমে উৎসাহ দেওয়া হচ্ছে। উপস্থিতির হার যাতে কোনোভাবেই ৫০ শতাংশের বেশি হতে না পারে, সে দিকে নজর দিতে বলা হয়েছে।

৫. কোনও বিমান যাত্রী ও দূরপাল্লার ট্রেনের যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট ছাড়া ঢুকতে দেওয়া হবে না।

৬. রাজ্য পরিবহণের বাস ও মেট্রো রেল সংখ্যায় অর্ধেক হয়ে যাবে।

৭. বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা, বিকেল ৫টা থেকে সন্ধে ৭টা।

৮. কারখানা, ও চা বাগানে প্রতি শিফটে ৫০ শতাংশের বেশি কর্মী উপস্থিত হতে পারবেন না।