আগামী সোমবার থেকে ষাটোর্ধ্ব ও ৪৫ বছর বয়সীদের টিকাকরণের ক্ষেত্রে নয়া নিয়ম কলকতা পুরসভার!

May 30, 2021 | 10:22 AM

স্লট বুক না করেই ষাটোর্ধ্ব নাগরিকদের করোনা ভ্যাকসিনের (COVID Vaccination) প্রথম ডোজ় দেওয়া হবে। টিকাকরণে গতি আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation)।

আগামী সোমবার থেকে ষাটোর্ধ্ব ও ৪৫ বছর বয়সীদের টিকাকরণের ক্ষেত্রে নয়া নিয়ম কলকতা পুরসভার!
ফাইল ছবি

Follow Us

কলকাতা: স্লট বুক না করেই ষাটোর্ধ্ব নাগরিকদের করোনা ভ্যাকসিনের (COVID Vaccination) প্রথম ডোজ় দেওয়া হবে। টিকাকরণে গতি আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation)। ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, আগামী সোমবার থেকে ১৪৪ টি স্বাস্থ্যকেন্দ্রে চলবে ভ্যাক্সিনেশন। ষার্টোর্ধ্বদের টিকা দেওয়া হবে সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর ৪৫ উর্ধ্বোদের প্রথম ডোজ় দেওয়া হবে দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। তবে টিকা নেওয়ার জন্য ৪৫ উর্ধ্বোদের স্লট বুক করতে হবে।

ফিরহাদ হাকিম বলেন, “১৪৪টি স্বাস্থ্যকেন্দ্র ও মেগা সেন্টার প্রত্যেক বরোতে ১টা করে রয়েছে।” জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যে এক দিনে করোনা মুক্ত হয়েছেন ১৮ হাজার ৭৭৪ জন। পজিটিভিটি রেট ১৮ শতাংশ। সংক্রমিতের সংখ্যা গত কয়েক দিন ধরেই নিম্নমুখী। তবে কোভিডে মৃত্যুর রোখা যাচ্ছে না। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১৫ হাজার ২৬৮ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

কলকাতায় এক দিনে আক্রান্ত ১৭৩৫। মৃতের সংখ্যা ৪৪। সংক্রমণ ক্রমশ নিম্নমুখী উত্তর ২৪ পরগনাতেও। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৪৪১। মৃত্যু হয়েছে ৩৬ জনের। দক্ষিণ ২৪ পরগনায় এক দিনে পজিটিভ ৮৯৫ জন। মৃত্যু হয়েছে ৮ জন করোনা আক্রান্তের। হাওড়ায় এক দিনে করোনা আক্রান্তে সংখ্যা ৮৪২ জন।

আরও পড়ুন: বাড়ি ফেরার আগে যাবেন কালীঘাট কিংবা দক্ষিণেশ্বরে! আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন মদন মিত্র

রাজ্যে এক দিনে করোনা মুক্ত হয়েছেন ১৮ হাজার ৭৭৪ জন। পজিটিভিটি রেট ১৮ শতাংশ। সংক্রমিতের সংখ্যা গত কয়েক দিন ধরেই নিম্নমুখী। তবে কোভিডে মৃত্যুর রোখা যাচ্ছে না।

 

Next Article