Jadavpur University Ranking: বিতর্কের মধ্যেই নতুন শিরোপা! বিশ্ব র‍্যাঙ্কিংয়ে আরও একধাপ উঠে গেল যাদবপুর

Mar 16, 2025 | 3:23 PM

Jadavpur University Ranking: ব্রিটেনের ইম্পেরিয়াল কলেজ লন্ডন ৯৮.৫ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকায় ৯৮.৫ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্কোর ৯৬.৮।

Jadavpur University Ranking: বিতর্কের মধ্যেই নতুন শিরোপা! বিশ্ব র‍্যাঙ্কিংয়ে আরও একধাপ উঠে গেল যাদবপুর
যাদবপুর বিশ্ববিদ্যালয়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বিতর্ক পিছু ছাড়ে না কিছুতেই। জল ঘোলাও কম হচ্ছে না। রাজনৈতিক অস্থিরতাও চরমে। এরইমধ্যে এবার নিজেই নিজের রেকর্ড ভেঙে ফেলল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ২০২৪ সালে QS World University Rankings-এ যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় ৭৪১-৭৫০ এর মধ্যে জায়গায় পেয়েছিল, সেখানেই এবার একলাফে উঠে এসেছে ৭২১-৭৩০ র‌্যাঙ্কে। ১২ মার্চ এই তালিকা সামনে এসেছে। তাতেই দেখা যাচ্ছে তালিকায় একেবারে শীর্ষস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেমব্রিজের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)। ঝুলতে ১০০ নম্বর। 

ব্রিটেনের ইম্পেরিয়াল কলেজ লন্ডন ৯৮.৫ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্কোর ৯৬.৮। রয়েছে চতুর্থ স্থানে। এই তালিকায় ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্সে আইআইটি খড়্গপুর রয়েছে একেবারে ৬০ নম্বরে। অন্যদিকে ভারতের রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয় বা পুণে বিশ্ববিদ্যালয় যাদবপুরের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছে। তালিকায় রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ও। কলকাতা রয়েছে ৭৫১-৭৬০ নম্বরে। 

প্রসঙ্গত, বিগত কয়েক বছরে কখনও ছাত্র সংসদ নির্বাচন হোক বা কখনও র‌্যাগিংয়ের অভিযোগ, বারবার উত্তাল হয়েছে যাদবপুর ক্যাম্পাস। এরইমধ্যে চলতি মাসেই শিক্ষামন্ত্রীর আগমণকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় যাদবপুর। জলঘোলাও হয় বিস্তর। প্রাক্তন-বর্তমান মিলিয়ে বেশ কয়েকজন ছাত্রকে গ্রেফতারও করা হয়। এরইমধ্যে এবার  QS World University Rankings নিয়ে নতুন চর্চা।   

Next Article