কলকাতা: বর্ষবরণের রাতে পার্টিকে কেন্দ্র করে উত্তেজনা ভাঙচুর চিনার পার্ক পাঁচতারা হোটেলে। সূত্রপাত শনিবার রাত ১২ টা ২৫ মিনিটে। জানা গিয়েছে, ওই পাঁচতারা হোটেলে বর্ষবরণের পার্টি ছিল। পার্টিতে প্রবেশের জন্য বিপুল অঙ্কের টাকা নেওয়া হয়েছিল। মাথা পিছু ২২০০ টাকা করে ধার্য করা হয়েছিল। প্রত্যেকটি ফ্লোরের জন্য আলাদা প্রবেশ মূল্য ছিল সর্বাধিক পাঁচ হাজার টাকা পর্যন্ত। সেখানে অতিরিক্ত পরিমাণে প্রবেশপত্র বিক্রি হওয়ার কারণে গেস্ট ঢুকে যাওয়ায় অমিল পরিষেবা। পর্যাপ্ত খাওয়া ও পানীয় না মেলায় ঝামেলার সূচনা হোটেল কর্মীদের সঙ্গে পার্টিতে আসা মানুষজনদের।
সেখান থেকেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ভাঙচুর করার অভিযোগ ওঠে পার্টিতে আসা তরুণ তরুণীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধান নগর পুলিশ কমিশনারের এয়ারপোর্ট জনের ডিসি জে মার্সির নেতৃত্বে বিশাল বাহিনী র্যাপিড অ্যাকশন ফোর্স ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। হোটেল থেকে সমস্ত পার্টিতে আসা তরুণ তরুণীদের বার করে দিতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাধে। এমনকি হাতাহাতি মারধরের ঘটনায় জড়িয়ে পড়েন বেশ কয়েকজন তরুণ তরুণী। তাঁদেরকে আটক করে বাগুইহাটি থানার পুলিশ। তবে হোটেল কর্তৃপক্ষ কেন মাত্রাতিরিক্ত মানুষজনকে বর্ষবরণের পার্টিতে প্রবেশ করিয়েছিল সেই নিয়ে হোটেলের কাছে জবাব তলব করেছে।