Child Death: ১৭ দিন চিকিৎসার পর আচমকা এল মৃত্যুর খবর! দেড় বছরের শিশুর মৃত্যুতে কাঠগড়ায় বিসি রায় হাসপাতাল

Child Death: পরিবারের অভিযোগ, ভর্তির পর পরিবারের তরফে প্রথমে বলা হয় কোভিড সংক্রমণ হয়েছে শিশুটির। যদিও কোভিড এর রিপোর্ট পরিবারকে দেখানো হয়নি! গত শুক্রবার ভেন্টিলেশনে দেওয়া হয়। শনিবার রাতে আচমকা জানানো হয় শিশুটির মৃত্যু হয়েছে।

Child Death: ১৭ দিন চিকিৎসার পর আচমকা এল মৃত্যুর খবর! দেড় বছরের শিশুর মৃত্যুতে কাঠগড়ায় বিসি রায় হাসপাতাল
ব্যাপক উত্তেজনা হাসপাতালে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 15, 2025 | 2:12 PM

বেলেঘাটা: শিশু মৃত্যুকে ঘিরে মাঝরাতে ব্যাপক উত্তেজনা বেলেঘাটার বিসি রায় হাসপাতালে। শনিবার ৯টা নাগাদ হাসপাতালের তরফে জানানো হয় বাচ্চাটির মৃত্যু হয়েছে। যদিও মৃত্যুর কারণ স্পষ্ট নয় পরিবারের কাছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ইতিমধ্যেই ফুলবাগান থানায় অভিযোগ দায়ের হয়েছে। 

পরিবারের সদস্যরা জানাচ্ছেন শ্বাসনালী খাবার আটকে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছিল শিশুটি। ২৯ তারিখ বৃহস্পতিবার রাতে বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয় ১ বছর ৪ মাসের বাচ্চাটিকে। বাড়ি উল্টোডাঙায়। পরিবারের অভিযোগ, ভর্তির পর পরিবারের তরফে প্রথমে বলা হয় কোভিড সংক্রমণ হয়েছে শিশুটির। যদিও কোভিড এর রিপোর্ট পরিবারকে দেখানো হয়নি! গত শুক্রবার ভেন্টিলেশনে দেওয়া হয়। শনিবার রাতে আচমকা জানানো হয় শিশুটির মৃত্যু হয়েছে। তা মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই বাচ্চাটির মৃত্যু হয়েছে।

১৭ দিন ধরে হাসপাতালেই চক্কর কাটছিলেন মৃত শিশু কন্যার বাবা কৌশিক সাহা। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “আমার মেয়ের গলায় খাবার আটকে গিয়েছিল। তারপরই ওকে ২৯ রাতে এখানে নিয়ে আসি। নিয়ে আসার সঙ্গে সঙ্গে ভেন্টিলেশনে দেয়। ৫-৬ দিন পর থেকে ও ভালও হয়ে উঠছিল। কথাও বলছিল। খাচ্ছিল। হঠাৎ কাল সকাল থেকে ওর অবস্থা খারাপ হয়। ওকে নেবুলাইজার দেওয়ার কথা বলে। নার্সরা না দিয়ে আমার স্ত্রীকে দিতে বলে। এমনকী কোনও সাহায্যও করতে আসেনি।”