নিউটাউন: নিউটাউনের অভিজাত আবাসনগুলোকেই টার্গেট করতেন তিনি। যে কেউ সেই আবাসনে ঢুকছেন, বেরোচ্ছেন, কখন ঢুকছেন, সবটা খেয়াল রাখতেন। আবাসনগুলোর সামনের চায়ের দোকানেই কখনও বসে থাকতেন। কখনওবা এমনিই উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতেন। কিন্তু তাঁর হাবেভাবে কেউ কখনও বিন্দুমাত্র আঁচ করতে পারেননি, তিনিই কিনা দিনের পর দিন ঘটিয়ে যাচ্ছেন এই কাণ্ড। গত কয়েক মাস ধরেই অভিজত নিউটাউনে বিভিন্ন ব্লকে একের পর এক চুরির ঘটনা ঘটছিল। তার মধ্যে মূলত দামী সাইকেল চুরিই প্রধানত চুরি যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। উঠে আসে একটা চক্রের কথা। তদন্তে নেমে হাতেনাতে পাকড়াও চক্রের এক পাণ্ডা। উদ্ধার আট’টি সাইকেল। বর্তমানে সাইকেল গুলির বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।
নিউটাউনের অভিজাত শহর এলাকার সাইকেল চুরির ঘটনায় রীতিমতো পুলিশের ঘুম উড়েছিল। শুরু হয় নজরদারিও। শনিবার রাতে নিউ টাউন থানার পুলিশের টহলদারিতে শহরের অ্যাকশন এরিয়া ৩ এর তিন নম্বর ট্যাঙ্কের কাছে সন্দেহভাজন এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। পুলিশের ভ্যান দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর পুলিশ যুবককে ধরে ফেলেন।
জিজ্ঞাসাবাদে সাইকেল চুরির কথা শিকার করে নিয়েছেন বছর উনিশের ভাস্কর বেহেরা। তিনি নিউ টাউন লাগোয়া কোঁচপুকুরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, রাতে শহরের বিভিন্ন ব্লকে বাড়ির নীচে পার্কিংয়ে রাখা সাইকেল টার্গেট করত এই চক্র। আর এই চক্রের অন্যতম পাণ্ডা ধৃত ভাস্কর। ধৃতকে বারাসাত আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের অন্যান্যদের খোঁজ চালাবে পুলিশ।