Newtown: ‘যখন দেখি, শরীরটা এক মুহূর্তে ঠান্ডা হয়ে যায়, চোখের পাতা বুজে ফেলি’, নিউটাউনের গীতাঞ্জলি বাসস্ট্যান্ডে রোমহর্ষক ঘটনা

Newtown: সোমবার সকালে নিউটাউনেরই বাসিন্দাদের চোখে পড়ে রক্ত। নিউটাউন তথ্য প্রযুক্তি অফিস গীতাঞ্জলি বাসস্টপে পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। বাসস্টপেজে যাত্রীরা দাঁড়াতে এসেও ভয়ে শিউরে উঠছেন, সরে যাচ্ছেন। কিন্তু এই তাজা রক্ত এল কোথা থেকে?

Newtown: যখন দেখি, শরীরটা এক মুহূর্তে ঠান্ডা হয়ে যায়, চোখের পাতা বুজে ফেলি, নিউটাউনের গীতাঞ্জলি বাসস্ট্যান্ডে রোমহর্ষক ঘটনা
গীতাঞ্জলি বাসস্ট্যান্ডে চাঞ্চল্যকর ঘটনাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 07, 2025 | 12:57 PM

কলকাতা: সোমবারের সকাল। অফিসে আসার ভীষণ তাড়া। হুঁশ হুঁশ করে গাড়ি যাচ্ছে। নিউটাউনের বাসস্ট্যান্ডে যাত্রীদের অপেক্ষা। কিন্তু তার মধ্যেই শিউরে ওঠার মতো ঘটনা।  নিউটাউনে ব্যস্ততম রাস্তায় বাসস্টপে চাপ চাপ রক্ত!

সোমবার সকালে নিউটাউনেরই বাসিন্দাদের চোখে পড়ে রক্ত। নিউটাউন তথ্য প্রযুক্তি অফিস গীতাঞ্জলি বাসস্টপে পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। বাসস্টপেজে যাত্রীরা দাঁড়াতে এসেও ভয়ে শিউরে উঠছেন, সরে যাচ্ছেন। কিন্তু এই তাজা রক্ত এল কোথা থেকে?

খবর পেয়ে ঘটনাস্থল আসে টেকনোসিটি থানার পুলিশ। কীসের রক্ত? কীভাবে এল? তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। দেখা যায়, এক ব্যক্তি বাসস্ট্যান্ডে বসে ছিলেন। তাঁর কাশি হচ্ছিল, তাঁর মুখ দিয়েই চাপ চাপ রক্ত বের হয়। জানা যায়, ওই ব্যক্তি টিবি আক্রান্ত।

এই বাসস্টপেজেই রাতে কোনও নৃশংস ঘটনা ঘটেছে কিনা, নাকি কোনও পশু আহত হয়েছে, তার রক্ত, এই সবই এখন বিচার্য। এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা প্রথমে যখন দেখি, শরীরটা ঠান্ডা হয়ে যায়। চোখের পাতা পড়ে! হাত-পা কাঁপতে থাকে। টাটকা তাজা রক্ত চাপ চাপ হয়ে পড়ে রয়েছে বাসস্ট্যান্ডের চতুর্দিক। ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে ভেবে, আশপাশে দেখি, কিন্তু তেমন কিছুই চোখে পড়েনি। পরে পুলিশে খবর দেওয়া হয়।”