Raid: NGO থেকে ফোন পেয়েই গেস্ট হাউজ়ে অতর্কিতে হানা, যাত্রাগাছিতে যে অবস্থায় উদ্ধার দুই নাবালিকা

Ranjit Dhar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 12, 2023 | 12:20 PM

Raid: সোমবার এনজিও সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইট, বিধাননগর গোয়েন্দা শাখা এবং নিউ টাউন থানা বিধান নগর ওমেন পিএস আধিকারিকরা যাত্রাগাছিতে একটি গেস্ট হাউজ়ে অভিযান চালায়।

Raid: NGO থেকে ফোন পেয়েই গেস্ট হাউজ়ে অতর্কিতে হানা, যাত্রাগাছিতে যে অবস্থায় উদ্ধার দুই নাবালিকা
গেস্ট হাউজ়ে তল্লাশি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: এনজিও সংস্কার তথ্যের ভিত্তিতে বিধাননগর গোয়েন্দা শাখা এবং নিউ টাউন থানার যৌথ তল্লাশিতে দুই নাবালিকাকে উদ্ধার। পাঁচজনকে গ্রেফতার করল নিউ টাউন থানার পুলিশ। মঙ্গলবার তাদের বারাসাত আদালতে পেশ করা হবে। পুলিশ প্রটেকশন অফ চিলড্রেন সেক্সচুয়াল অফেন্স আইটিপি অ্যাক্ট ধারায় মামলার রুজু করা হয়েছে।

সোমবার এনজিও সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইট, বিধাননগর গোয়েন্দা শাখা এবং নিউ টাউন থানা বিধান নগর ওমেন পিএস আধিকারিকরা যাত্রাগাছিতে একটি গেস্ট হাউজ়ে অভিযান চালায়। সেই সময় ওই গেস্ট হাউজ় থেকে দু’জন নাবালিকা মেয়েকে উদ্ধার করে। ওই গেস্ট হাউজ়ের অনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অপরাধে মালিকের স্বামী-সহ পাঁচজনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শুভাশিস মণ্ডল, অনির্বাণ বোস, তপন মিশ্র, স্বপন কর্মকার, অভিজিৎ বরাত। ধৃতদের বিরুদ্ধে 3/4/5/7 আই টি পি আইনে ও 4/6/17 প্রোটেকশন চিলড্রেন সেক্সচুয়াল অফেন্স ধারায় মামলার রুজু করা হয়েছে। কতদিন ধরে এই ধরনের অনৈতক কাজ চলছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Next Article