Nicco Park: ‘আমার ছেলে ৫ টাকার ওষুধও খেত না, শুধুমাত্র…’, নিক্কো পার্ক-কাণ্ডে বিস্ফোরক অভিযোগ

Nicco Park: রাহুলের বাবার দাবি, ছেলে যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন যদি ওই বিনোদন পার্কের তরফে প্রাথমিক চিকিৎসা করত, তাহলে এই ঘটনা ঘটত না। যে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছিল, তাতে অক্সিজেন পর্যন্ত ছিল না বলেও দাবি বাবার।

Nicco Park: আমার ছেলে ৫ টাকার ওষুধও খেত না, শুধুমাত্র..., নিক্কো পার্ক-কাণ্ডে বিস্ফোরক অভিযোগ
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 16, 2025 | 8:39 PM

কলকাতা: নিক্কো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুললেন মৃত রাহুল দাসের বাবা সত্যজিৎ দাস। তাঁর দাবি, ছেলের কোনও রকম অসুস্থতা ছিল না। শুধুমাত্র নিক্কো পার্ক কর্তৃপক্ষের গাফিলতি ছিল বলেই তাঁর ছেলের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন বাবা। বুধবার বিকেলে নিক্কো পার্কের ওয়াটার পার্কে বন্ধুদের সঙ্গে স্নান করার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন এক যুবক। রাহুল রায় নামে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।

রাহুল রায় উল্টোডাঙার বাসিন্দা। তাঁর বাবা বলেন, “ছেলের কোনও রকম অসুস্থতা ছিল না। হেঁটে জিম করতে যেত। পাঁচ টাকার ওষুধ পর্যন্ত খেত না। শুধুমাত্র কর্তব্যের গাফিলতির জেরে আমাকে ছেলেকে হারাতে হল।” রাহুলের বাবার দাবি, ছেলে যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন যদি ওই বিনোদন পার্কের তরফে প্রাথমিক চিকিৎসা করত, তাহলে এই ঘটনা ঘটত না। যে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছিল, তাতে অক্সিজেন পর্যন্ত ছিল না বলেও দাবি বাবার।

পার্কের বিরুদ্ধে এফআইআর করবেন বলেও দাবি করেছেন ওই ব্যক্তি, কোর্টের দ্বারস্থও হবেন তিনি। রাহুলের বাবা বলেন, “বারবার কেন ওই বিনোদন পার্কে এমন ঘটনা ঘটে, প্রয়োজনে আমি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব। আমার সব কিছু হারিয়ে গেল। আমার একমাত্র সন্তান আমায় ছেড়ে চলে গেল।”

এদিন আচমকা মাথা ঘুরে পড়ে যান রাহুল। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাহুলকে সিপিআর দেওয়া হয়। হুইল চেয়ারের বদলে কেন স্ট্রেচার ব্যবহার করা হল না, সেই প্রশ্নও উঠেছে। পুলিশের কাছে রাহুলের বন্ধুরা দাবি করেছে, একটা ‘বাউলি’ খেয়ে জলে নেমেছিলেন ওই যুবক। বন্ধুরা অন্য কিছু খেলেও, রাহুল কিছু খেতে চাননি।